সংক্ষিপ্ত

আগামী ২৬ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত হাওড়া-বর্ধমান কর্ড ও মেইন লাইনে বাতিল করা হয়েছে ৫ জোড়া লোকাল ট্রেন।

ফের একবার ভোগান্তিতে বর্ধমান-হাওড়া শাখার যাত্রীরা। রেললাইনে কাজ-সহ একাধিক কারণে বেশ কিছুদিনের জন্য বাতিল এই রুটের একাদিক লোকাল ট্রেন। রেল সূত্রে খবর, পুরনো রেলওয়ে রোড ওভারব্রিজ ভাঙা-সহ বর্ধমান স্টেশনে পরিকাঠামগত কাজের জন্যই এই ট্রেন বাতিলের সিদ্ধান্ত। আগামী ২৬ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত হাওড়া-বর্ধমান কর্ড ও মেইন লাইনে বাতিল করা হয়েছে ৫ জোড়া লোকাল ট্রেন। এছাড়ে ৩১ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল করা হয়েছে আসানসোল ও রামপুরহাট রুটের বেশ কিছু ট্রেন। রুট পরির্তন করা হয়েছে বেশ কিছু এক্সপ্রেস ট্রেনেরও।

কতদিন বন্ধ থাকবে কোন কোন ট্রেন?

  • ২৬ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি - হাওড়া-বর্ধমান কর্ড ও মেইন লাইনে বাতিল ৫ জোড়া লোকাল ট্রেন।
  • ৩১ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি - আসানসোল ও রামপুরহাট রুটের বেশ কিছু ট্রেন বাতিল।
  • বাতিল করা হয়েছে রামপুরহাট-বর্ধমান প্যাসেঞ্জার, বর্ধমান-হাওড়া প্যাসেঞ্জার ও হাওড়া-বর্ধমান মেমু ট্রেন।
  • ২৯ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি - হাওড়া-মোকামা এক্সপ্রেস বাতিল।
  • ৩১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি - হাওড়া-সিউড়ি হুল এক্সপ্রেস বাতিল।
  • ৩১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি - হাওড়া-বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস বাতিল।
  • ৩১ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি - শিয়ালদা- গোড্ডা প্যাসেঞ্জার বাতিল।
  • ৩১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি - হাওড়া-রামপুরহাট শহিদ এক্সপ্রেস বাতিল।
  • ৩১ তারিখ থেকে ৪ ফেব্রুয়ারি - হাওড়া- জামালপুর কবিগুরু এক্সপ্রেস বাতিল।
  • ৩১ তারিখ থেকে ৪ তারিখ পর্যন্ত - শিয়ালদা-রামপুরহাট মা তারা এক্সপ্রেস বাতিল।

আরও পড়ুন - 

পুলিশের হাতেই গুলিবিদ্ধ ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাস! আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হল হাসপাতালে

রবিবার কতটা বদলে গেল পেট্রোল-ডিজেলের দাম, ভারতের কোন শহরে কত হল লেটেস্ট দর?

রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা, কন্যাকুমারি থেকে কাশ্মীর পর্যন্ত সেরা ১০টি বিতর্ক