Santipur : পুলিশের ঘরেই সিঁধ কাটল চোর! শান্তিপুরে একের পর এক চুরিতে আতঙ্ক

Santipur : সাধারণ মানুষের পর এবার খোদ পুলিশের বাড়িতেই দুঃসাহসিক চুরি শান্তিপুরে। কলকাতার এক সাব-ইন্সপেক্টরের ঘরের তালা ভেঙে কয়েক লক্ষ টাকার সোনা ও নগদ নিয়ে পালাল দুষ্কৃতীরা। এলাকার নিরাপত্তা নিয়ে উঠছে বড় প্রশ্ন। দেখুন বিস্তারিত।

Share this Video

Santipur : শান্তিপুরে থামছে না চুরির উপদ্রব। মঠ-মন্দির এবং সাধারণ গৃহস্থের পর এবার খোদ এক পুলিশ অফিসারের বাড়িতে হানা দিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে শান্তিপুর থানার বাগআছড়া কুলিয়া সাহা পাড়ায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

কলকাতার একটি থানায় কর্মরত সাব-ইন্সপেক্টর অরূপ সাহার বাড়িতে এই দুঃসাহসিক চুরি হয়। পুলিশ সূত্রে খবর, গত দু’দিন ধরে পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না। সেই সুযোগেই ফাঁকা ঘরের চারটি তালা ভেঙে ভেতরে ঢোকে চোরেরা। আলমারি থেকে প্রায় ৬-৭ ভরি সোনার গয়না, বেশ কিছু রুপোর অলঙ্কার এবং নগদ প্রায় এক লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় তারা। পরিবারের দাবি, সব মিলিয়ে প্রায় ১০ লক্ষ টাকার সামগ্রী লুট হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে সন্দেহভাজন কয়েকজনকে বাড়ি থেকে বেরোতে দেখে প্রতিবেশীরা চিৎকার শুরু করেন। বিপদ বুঝে দুষ্কৃতীরা দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।

মঠ-মন্দিরের পর এবার খোদ পুলিশ কর্মীর বাড়িতে চুরির ঘটনায় সাধারণ মানুষের মনে নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন দেখা দিয়েছে।

Related Video