কোন টাকায় ২২ লাখি গাড়ি শতরূপ ঘোষের ? কুণালের প্রশ্নের কড়া জবাব দিল শতরূপ

সিপিএম নেতা শতরূপ ঘোষ ২২ লক্ষ টাকার গাড়ি কিনেছেন । টাকা পেয়েছেন কোথা থেকে প্রশ্ন করেন কুণাল ঘোষ, সাংবাদিক সম্মেলনে জবাব দিলেন শতরূপ ।

Share this Video

সুজন চক্রবর্তীর চিরকুটে চাকরির তত্ত্বের পর এবার শাসকদলের নিশানায় শতরূপ ঘোষের ২২ লাখের গাড়ি। সুজন চক্রবর্তীর পর এবার তৃণমূলের নিশানায় বাম নেতা শতরূপ ঘোষ। ফের একবার শতরূপের সম্পত্তি ঘিরে উঠছে প্রশ্ন। সিপিএম-এর একজন হোলটাইমারের ২২ লক্ষ টাকার গাড়ি আসে কোথা থেকে? প্রশ্ন তুললেন তৃণমূলের মুখপার কুণাল ঘোষ। এই প্রসঙ্গে টুইটারে একটি পোস্টও করেছেন কুণাল ঘোষ।

সুজন চক্রবর্তীর পর এবার তৃণমূলের নিশানায় বাম নেতা শতরূপ ঘোষ। ফের একবার শতরূপের সম্পত্তি ঘিরে উঠছে প্রশ্ন। সিপিএম-এর একজন হোলটাইমারের ২২ লক্ষ টাকার গাড়ি আসে কোথা থেকে? প্রশ্ন তুললেন তৃণমূলের মুখপার কুণাল ঘোষ। এই প্রসঙ্গে টুইটারে একটি পোস্টও করেছেন কুণাল ঘোষ। এখানেই শেষ নয়, একরকম চ্যালেঞ্জের সুরেই তিনি বলেন,'টাকা পয়সা নিয়ে কোনও সন্দেহ থাকলে সোশ্যাল মিডিয়ায় না জানিয়ে কেন্দ্রের যেমন ইডি সিবিআই রয়েছে সেখানে অভিযোগ জানান।'

Related Video