
উত্তর ২৪ পরগনার ইছাপুরে দুষ্কৃতি তাণ্ডব! গুলিবিদ্ধ তৃণমূল কর্মী, এলাকায় জোর তল্লাশি
উত্তর ২৪ পরগনার ইছাপুরে দুষ্কৃতি তাণ্ডব! এক ব্যবসায়ীকে লক্ষ্য করে পরপর চলল গুলি। গুলিবিদ্ধ ব্যবসায়ী কলকাতার নার্সিংহোমে ভর্তি। ইছাপুরের নোয়াপাড়া থানার ২১ নম্বর রেলগেটের ঘটনা। গুলিবিদ্ধ জখম ব্যবসায়ীর নাম রবিন দাস।
উত্তর ২৪ পরগনার ইছাপুরে দুষ্কৃতি তাণ্ডব! এক ব্যবসায়ীকে লক্ষ্য করে পরপর চলল গুলি। গুলিবিদ্ধ ব্যবসায়ী কলকাতার নার্সিংহোমে ভর্তি। ইছাপুরের নোয়াপাড়া থানার ২১ নম্বর রেলগেটের ঘটনা। গুলিবিদ্ধ জখম ব্যবসায়ীর নাম রবিন দাস। অনুমান, ৩ রাউন্ড গুলি চালিয়েছে দুষ্কৃতিরা। এলাকায় তৃণমূল কর্মী নামেই পরিচিত রবিন দাস। সকালে ফুল কিনতে আসার সময় ঘটে এই দুর্ঘটনা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। এলাকায় শুরু হয়েছে জোর তল্লাশি।