Crime News: ফের সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরির অভিযোগ। প্রকাশ্যে মহিলাদের হেনস্থা করার অভিযোগ। সবকিছু জেনেও চুপ পুলিশ। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Crime News: সিভিক ভলান্টিয়ারের দাদাগিরিতে আতঙ্ক টিকিয়াপাড়ায়, ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা। “আমি সিভিক, পুলিশ আমার পকেটে, কেউ কিচ্ছু করতে পারবে না”—এমনই হুমকি দিয়ে দাপিয়ে বেড়াচ্ছে এক সিভিক ভলান্টিয়ার। ফলে আতঙ্কে দিন কাটছে শিলিগুড়ি পুরনিগমের ২৮ নম্বর ওয়ার্ডের টিকিয়াপাড়া এলাকার বাসিন্দাদের। বিশেষ করে স্থানীয় মহিলারা তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন বলে অভিযোগ।
অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের নাম সন্তোষ রায়। যিনি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অধীনে কর্মরত। স্থানীয়দের অভিযোগ, সিভিক হওয়ার সুবাদে এলাকায় চরম দাপট দেখান তিনি। যখন-তখন যাকে খুশি মারধর করা, ক্লাবে ঢুকে ভাঙচুর চালানো এবং মহিলাদের সঙ্গে অসভ্য আচরণ। এসবই নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। এমনকি শিশুদেরও রেহাই মেলেনি তার হাত থেকে।
স্থানীয়রা জানিয়েছেন, একাধিকবার থানায় লিখিত অভিযোগ জানানো হলেও পুলিশ এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ নেয়নি। এর ফলে দিন দিন বাড়ছে ক্ষোভ ও আতঙ্ক। অবশেষে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ উগরে দিয়ে প্রকাশ্যে ওই সিভিক ভলান্টিয়ারের শাস্তির দাবি জানান। ঘটনায় সরব হয়েছেন ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্প্রিতা দাসও।
তিনি জানান, সন্তোষ রায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ তাঁর কাছেও এসেছে। দ্রুত ব্যবস্থা নিয়ে উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। অন্যদিকে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সন্তোষ রায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। স্থানীয়দের দাবি, প্রশাসন অতি দ্রুত পদক্ষেপ নিক।
অন্যদিকে, বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার রাতে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা রবীন্দ্র সরোবর থানা এলাকার সাউথ সিটি গেস্ট হাউসে একটি তল্লাশি অভিযান চালায়। অভিযানে গেস্ট হাউসের ভিতর থেকে বেআইনি কল সেন্টার চালানোর অভিযোগে ১১ জনকে গ্রেফতার করা হয়। তল্লাশির সময় ডিভিআর, ল্যাপটপ, মোবাইল ফোনসহ একাধিক ইলেকট্রনিক সামগ্রী ও কিছু নথিপত্র উদ্ধার করা হয় I এছাড়াও কিছু ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটও পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। গেস্ট হাউসটি সিল করা হয়েছে এবং গোটা চক্রের বিস্তৃত যোগসূত্র খুঁজে বের করতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


