Arijit Singh: গায়ক অরিজিৎ সিং সহজ-সরল মানুষ হিসেবে পরিচিত। তিনি কোনও বিতর্কে জড়াতে চান না। কিন্তু শান্তিনিকেতনে শুটিং চলাকালীন তাঁর দেহরক্ষীদের আচরণে বিতর্ক তৈরি হয়েছে।
KNOW
Arijit Singh Controversy: শান্তিনিকেতনে অশান্তি! তাও আবার এমন এক ব্যক্তিকে কেন্দ্র করে, যিনি বরাবর শান্তিপ্রিয়, বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা করেন। বিতর্কের কেন্দ্রে গায়ক অরিজিৎ সিংয়ের দেহরক্ষীরা। তাঁদের বিরুদ্ধে যিনি হেনস্থা, মারধরের অভিযোগ আনলেন, সেই ব্যক্তিকেই আটক করা হল! অনেকে অবাক হতে পারেন, কিন্তু বাস্তবে এমনই ঘটনা ঘটেছে। অরিজিতের দেহরক্ষীদের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় হেনস্থার অভিযোগ দায়ের করেন শান্তিনিকেতনের সুভাষপল্লী অঞ্চলের বাসিন্দা কমলাকান্ত লাহা। পাল্টা তাঁর বিরুদ্ধে শুটিংয়ের জায়গায় অশান্তি করার অভিযোগ আনেন অরিজিতের সহযোগীরা। থানায় অভিযোগ দায়ের করা হয়। কমলাকান্তর অভিযোগের ভিত্তিতে পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। কিন্তু অরিজিতের সহযোগীদের অভিযোগের ভিত্তিতে কমলাকান্তকে আটক করল পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, দু'পক্ষ যে অভিযোগ দায়ের করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বীরভূম জেলা পুলিশ সুপার আমনদীপ সিং জানিয়েছেন, 'শুটিং প্লেসে ঝামেলা করার অভিযোগ পেয়েছি। তাই আটক করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।'
শান্তিনিকেতনে কেন অশান্তি?
কমলাকান্তর অভিযোগ, বুধবার শান্তিনিকেতন থানা এলাকার তালতোরে শুটিং চলছিল। সেখানে ছিলেন অরিজিৎ। সেই সময় কোপাইয়ের দিকে মোটরবাইক নিয়ে নিজের কাজে যাচ্ছিলেন কমলাকান্ত। তিনি তালতোরের পথ দিয়ে কোপাইয়ে যাওয়ার চেষ্টা করলে পথ আটকান অরিজিতের দেহরক্ষীরা। তাঁরা বলেন, শুটিংয়ের কাজ চলছে বলে পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে। সে কথা শুনে দাঁড়িয়ে পড়েন কমলাকান্ত। কিন্তু পাঁচ মিনিট কেটে যাওয়ার পরেও তাঁকে যেতে দিতে রাজি হচ্ছিলেন না অরিজিতের দেহরক্ষীরা। এই কারণেই অশান্তি শুরু হয়। নিজের কাজে যেতে দেরি হচ্ছে বলে এগিয়ে যেতে চান কমলাকান্ত। তিনি যেতে দেওয়ার জন্য অরিজিতের দেহরক্ষীদের অনুরোধ করেন। কিন্তু তাঁরা সেই অনুরোধে সাড়া দেওয়ার বদলে হেনস্থা ও মারধর করেন বলে অভিযোগ কমলাকান্তর। তাঁর আরও অভিযোগ, হাত মচকে, চ্যাংদোলা করে দূরে সরিয়ে দেন অরিজিতের দেহরক্ষীরা।
থানার বাইরে বিবাদ মেটানোর চেষ্টা অরিজিতের দেহরক্ষীদের
কমলাকান্ত দাবি করেছেন, তিনি থানায় অভিযোগ দায়ের করার পর তাঁর বাড়িতে যান অরিজিতের শুটিংয়ের সঙ্গে যুক্ত থাকা দুই ব্যক্তি। তাঁরা অভিযোগ প্রত্যাহারের অনুরোধ করেন। কিন্তু সেই অনুরোধে সাড়া দেননি কমলাকান্ত। এরপর তাঁকেই আটক করা হল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

