Ranaghat : SIR হিয়ারিং-এ এসে কী অবস্থা হল রানাঘাটে! কী প্রতিক্রিয়া? তুঙ্গে রাজনীতি

SIR Hearing : SIR হেয়ারিং ঘিরে উত্তপ্ত নদীয়ার রাজনীতি। তৃণমূলের হয়রানির অভিযোগ বনাম বিজেপির নিরাপত্তার দাবি। শান্তিপুর ও রানাঘাটে ভোটারদের দীর্ঘ লাইন ও প্রশাসনিক তৎপরতা নিয়ে দেখুন বিস্তারিত।

Share this Video

SIR Hearing : ২৭ ডিসেম্বর থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে ভোটারদের তথ্য যাচাই বা হেয়ারিং প্রক্রিয়া। নদীয়ার শান্তিপুর ও রানাঘাট উত্তর-পশ্চিম সহ একাধিক বিধানসভা এলাকায় প্রথম দিন থেকেই এই কর্মসূচিকে ঘিরে প্রশাসনিক তৎপরতা ও রাজনৈতিক উত্তেজনা লক্ষ্য করা গেছে।

প্রশাসনিক সূত্রে খবর, শান্তিপুর বিধানসভার ২৬৫টি বুথের প্রায় ২৫০০ থেকে ৩০০০ ভোটারের শুনানি হবে। এই কাজ তদারকির জন্য ১৩ জন অবজারভার নিয়োগ করা হয়েছে। আজকের পর ২৯ ও ৩০ ডিসেম্বর এবং আগামী জানুয়ারি মাসের ২, ৩, ৫, ১৩ ও ১৭ তারিখে পর্যায়ক্রমে এই হেয়ারিং চলবে। অন্যদিকে, রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভার ভোটারদের এসডিও (SDO)-র মাধ্যমে নোটিশ পাঠানো হলেও শুনানি প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে স্থানীয় বিডিও (BDO) অফিসে।

শীতের সকালে নাগরিকত্বের প্রমাণ দিতে সংশ্লিষ্ট দফতরগুলিতে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে বয়স্ক, মহিলা, এমনকি শিশু ও শারীরিক প্রতিবন্ধীদেরও। দীর্ঘ সময় অপেক্ষা করার ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও ক্লান্তির সৃষ্টি হয়েছে। অনেকেরই অভিযোগ, নথিপত্র যাচাইয়ের এই প্রক্রিয়ায় সঠিক ব্যবস্থাপনার অভাবে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে। এই প্রক্রিয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। 

Related Video