
Hooghly : বন্ধ করে দিল SIR হিয়ারিং! চুঁচুড়ায় ধুন্ধুমার, তৃণমূল বিধায়কের 'গাজোয়ারি'!
SIR Hearing : ভোটার তালিকার শুনানিতে বিএলএ-২ কেন ঢুকতে পারবে না? চুঁচুড়ায় বিডিও অফিসে প্রশাসনের সাথে সংঘাতে তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। প্রায় আধ ঘণ্টা বন্ধ শুনানি প্রক্রিয়া, এলাকায় চরম উত্তেজনা।
SIR Hearing : ভোটার তালিকা সংশোধনের শুনানি ঘিরে সোমবার উত্তপ্ত হয়ে উঠল হুগলির চুঁচুড়া-মগরা ব্লক অফিস। বিএলএ-২ (Booth Level Agent 2) কর্মীদের শুনানি কক্ষে ঢুকতে দেওয়া নিয়ে প্রশাসনের সঙ্গে সংঘাতে জড়ালেন স্থানীয় তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। এর জেরে প্রায় আধ ঘণ্টা কাজ বন্ধ থাকে এবং এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়।