
West Bengal SIR News: সকাল-সন্ধ্যায় বাড়ি বাড়ি BLO! রামেশ্বরপুরে শুরু SIR ঝড়, কী বলছেন BLO?
হিঙ্গলগঞ্জের রামেশ্বরপুরে শুরু হয়েছে বাড়ি বাড়ি SIR প্রক্রিয়া। সকালেই ফর্ম হাতে এলাকায় বাড়ি বাড়ি ঘুরে যাচ্ছেন BLO-রা। দিনে স্কুল এবং সন্ধ্যায় SIR দুই দায়িত্ব সামলাতে নাজেহাল শিক্ষকেরা।
হিঙ্গলগঞ্জের রামেশ্বরপুরে শুরু হয়েছে বাড়ি বাড়ি SIR প্রক্রিয়া। সকালেই ফর্ম হাতে এলাকায় বাড়ি বাড়ি ঘুরে যাচ্ছেন BLO-রা। দিনে স্কুল এবং সন্ধ্যায় SIR দুই দায়িত্ব সামলাতে নাজেহাল শিক্ষকেরা। SIR ফর্ম নিয়ে উদ্বিগ্ন এলাকাবাসী, বিশেষত বয়স্করা। এদিকে প্রশাসন দাবি করছে আতঙ্ক ছড়ানোর কোনও কারণ নেই।