
SIR Basirhat : নকল বাবা-মা সাজিয়ে SIR-এ নাম, ধরা পরতেই চাঞ্চল্যকর স্বীকারোক্তি
SIR Basirhat : উত্তর ২৪ পরগনার বসিরহাটে জীবিত বাবা-মা থাকতে নকল বাবা-মা সাজিয়ে আধার, ভোটার কার্ড ও SIR ফরম ফিলাপের চাঞ্চল্যকর জালিয়াতি। অভিযোগ জমা পড়তেই তদন্তে নেমেছে ব্লক প্রশাসন।
SIR Basirhat : উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার সংগ্রামপুর শিবাটী গ্রাম পঞ্চায়েতের ৮ নম্বর বুথে আধার ও ভোটার কার্ড জালিয়াতিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, জীবিত বাবা-মা থাকতেও স্থানীয় যুবক রাজু মণ্ডল নকল বাবা-মা সাজিয়ে আধার কার্ড, ভোটার কার্ড ও SIR ফরম ফিলাপ করেছেন। মহাদেব মণ্ডল ও তাঁর স্ত্রী নীলিমা মণ্ডলের তথ্য চুরি করে তাঁদের অজান্তে রাজু নিজেকে ভুয়ো ছেলে হিসেবে নথিতে তুলে দেয়। বিষয়টি জানাজানি হলে মহাদেব মণ্ডল প্রথমে বুথের BLO বাপি মণ্ডলকে লিখিত অভিযোগ জানান, পরে বসিরহাট–১ ব্লকের বিডিওর কাছেও অভিযোগ দাখিল করেন।
অভিযুক্ত রাজু মণ্ডল অকপটে স্বীকার করেছে যে নিজের বাবা-মা জীবিত থাকা সত্ত্বেও তিনি নকল পরিচয় দেখিয়ে নথিপত্র তৈরি করেছেন। দীর্ঘ ১৭ বছর ধরে তিনি শ্বশুরবাড়িতেই বসবাস করছেন। তাঁর স্ত্রী পাপিয়া দাবি করেন, ভালবাসার বিয়ের কারণে তাঁরা বাবা-মায়ের দ্বারা তেজ্য সন্তান হয়েছিলেন। ইতিমধ্যে ব্লক প্রশাসন তদন্ত শুরু করেছে এবং মহাদেব মণ্ডল তাঁদের নামে তৈরি নকল নথি বাতিলের আবেদন জানিয়েছেন।