- Home
- West Bengal
- West Bengal News
- Weather Update: দক্ষিণবঙ্গে কালবৈশাখীর আশঙ্কা! দুর্গাপুজোয় ঝড়বৃষ্টির সতর্কতা, আরও কি বলল হাওয়া অফিস
Weather Update: দক্ষিণবঙ্গে কালবৈশাখীর আশঙ্কা! দুর্গাপুজোয় ঝড়বৃষ্টির সতর্কতা, আরও কি বলল হাওয়া অফিস
আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় কালবৈশাখীর সম্ভাবনা। বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি এবং ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। বৃষ্টির পাশাপাশি তাপপ্রবাহও চলতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।
তবে আবহাওয়ায় এই পরিবর্তন সত্ত্বেও গরমের তীব্রতা এখনই কমছে না। বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম ও আর্দ্রতার কারণে অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। কোথাও কোথাও বৃষ্টির পাশাপাশি তাপপ্রবাহও চলতে পারে।
নির্ধারিত সময়ের পাঁচ দিন আগেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করেছে। পাশাপাশি, অসম ও বিহারে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত অবস্থান করছে।
এমনকি আবহাওয়াবিদদের মতে, এবারের দুর্গা পুজা ঝড় বৃষ্টি মাথায় নিয়েই পুজো কাটাতে হতে পারে রাজ্যবাসীর। ফলে একেবারে পুজোর আনন্দ জলে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
এই সব মিলিয়ে বৃষ্টির জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। ফলে বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কালবৈশাখী ও ঝড়বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে।
প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে, আর কোথাও কোথাও সেই গতি বেড়ে ৫০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, এই ঝড়বৃষ্টির সতর্কতা আগামী রবিবার পর্যন্ত জারি থাকবে।
বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় গরমের কারণে অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। বীরভূম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে গরমের তীব্রতা বেশি থাকবে।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও একই ধরনের পরিস্থিতি দেখা যাবে। বিশেষ করে বীরভূমের কিছু অঞ্চলে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তবে এরপরের কয়েক দিনে ধীরে ধীরে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

