West Bengal Weather Today : ধেয়ে আসছে কালবৈশাখী! ভিজবে কোন কোন জেলা? দেখুন

West Bengal weather today : কলকাতায় বৃহস্পতিবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। সকালে পরিষ্কার আকাশ থাকলেও দুপুরের পর আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। রাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Share this Video

West Bengal weather today : বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। বুধবার ঝড়বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বীরভূমে, যেখানে দমকা হাওয়ার গতি হতে পারে ৪০-৫০ কিমি/ঘণ্টা। বৃহস্পতিবার থেকে ঝড়বৃষ্টির দাপট বাড়বে, বিশেষ করে পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলায়। শুক্রবার কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে আটটি জেলায়, যার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং দুই বর্ধমান। শনিবারও ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ প্রায় সব জেলায়। ১৩ মে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু নিকোবর দ্বীপপুঞ্জে আগেভাগেই প্রবেশ করেছে, যা আগামী কয়েক দিনের মধ্যে আন্দামান ও মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছতে পারে। ফলে আগাম বর্ষার সম্ভাবনা তৈরি হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ৩০-৫০ কিমি/ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। শনিবার দার্জিলিং, কালিম্পং ও উত্তর দিনাজপুর জেলায় অতিভারী বৃষ্টির আশঙ্কা।

Related Video