Viral Video: হাঁটুর ওপর ভর করেই ছুটে চলেছে ছোট্ট শিশু, ভিডিও মন ছুঁয়েছে নেটিজেনদের

স্কুলের স্পোর্টসে অন্য সকল ছাত্রছাত্রীর মতো নাম লিখিয়েছে ২১৭ নম্বরের দৌড়বীর। অন্য সবার সঙ্গে শুধু তার তফাৎ হল, তার দুটো পা নেই।

/ Updated: Feb 04 2024, 05:49 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

স্কুলের স্পোর্টসে অন্য সকল ছাত্রছাত্রীর মতো নাম লিখিয়েছে ২১৭ নম্বরের দৌড়বীর। অন্য সবার সঙ্গে শুধু তার তফাৎ হল, তার দুটো পা নেই। তবে, মনের জোর আর সুপর্ণা চক্রবর্তীর মতো শিক্ষিকার উৎসাহ থাকলে হেসে হেসেই ছুঁয়ে ফেলা যায় ট্র্যাকের বিপরীত প্রান্ত। বাঁকুড়ার এই খুদে শিশু এখন সারা পৃথিবীর মানুষের অনুপ্রেরণা।