গঙ্গাসাগর মেলার জন্য স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল। বৃহস্পতিবার এই খবর জানিয়েছে তারা। টানা সাত দিন ধরে অর্থাৎ ১০ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন আঠারোটি (১৮) স্পেশাল ট্রেন চালানো হবে।

গঙ্গাসাগর মেলার (Ganga Sagar Mela 2026) জন্য স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল (Eastern Railway)। বৃহস্পতিবার এই খবর জানিয়েছে তারা। টানা সাত দিন ধরে অর্থাৎ ১০ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন আঠারোটি (১৮) স্পেশাল ট্রেন চালানো হবে। শিয়ালদহ দক্ষিণ শাখা, কলকাতা, নামখানা ও কাকদ্বীপ থেকে বিভিন্ন দিকে প্রতিদিন ১৮টি গ্যালপিং ইএমইউ মেলা স্পেশাল ট্রেন চালবে। এই ১৮টি ইএমইউ মেলা স্পেশালের মধ্যে ১০ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত ৬টি ট্রেন শিয়ালদা দক্ষিণ থেকে, ২টি ট্রেন কলকাতা স্টেশন থেকে, ৯টি ট্রেন নামখানা থেকে এবং ১টি ট্রেন কাকদ্বীপ থেকে ছাড়বে।

ট্রেনের টাইমটেবিল (Ganga Sagar Mela 2026 Special Trains)

ছ'টি মেলা স্পেশাল ট্রেন শিয়ালদা দক্ষিণ থেকে ০৬:১৫ ঘটিকায় (নামখানার উদ্দেশ্যে), ১০:৪৫ ঘটিকায় (৩৪২২৪ ডাউন ট্রেনটি কাকদ্বীপ পর্যন্ত বর্ধিত হবে), ০০:০১ ঘটিকায় (নামখানার উদ্দেশ্যে), ০১:২৩ ঘটিকায় (নামখানার উদ্দেশ্যে), ০২:৫৫ ঘটিকায় (নামখানার উদ্দেশ্যে) এবং ১৪:৪০ ঘটিকায় (নামখানার উদ্দেশ্যে) ছাড়বে।

দুটি (২) মেলা স্পেশাল ট্রেন কলকাতা স্টেশন থেকে ০৭:৩৫ ঘটিকায় (নামখানার উদ্দেশ্যে) এবং ২১:৩০ ঘটিকায় (নামখানার উদ্দেশ্যে) ছাড়বে এবং নয়টি (৯) মেলা স্পেশাল ট্রেন নামখানা থেকে ০৯:১০ ঘটিকায় (শিয়ালদা দক্ষিণের উদ্দেশ্যে), ১১:১৮ ঘটিকায় (শিয়ালদা দক্ষিণের উদ্দেশ্যে), ১৮:৩৫ ঘটিকায় (শিয়ালদা দক্ষিণের উদ্দেশ্যে), ০২:৫২ ঘটিকায় (শিয়ালদা দক্ষিণের উদ্দেশ্যে), ০১:২৫ ঘটিকায় (শিয়ালদা দক্ষিণের উদ্দেশ্যে), ০১:০৬ ঘটিকায় (শিয়ালদা দক্ষিণের উদ্দেশ্যে), ০০:০৭ ঘটিকায় (শিয়ালদা দক্ষিণের উদ্দেশ্যে) ছাড়বে।

১৩:৩৫ ঘটিকা (৩৪২২৩/৩০৭১১ আপ নামখানা – লক্ষ্মীকান্তপুর লোকালটি মাঝেরহাট হয়ে শিয়ালদা সাউথ পর্যন্ত ঘুরিয়ে দেওয়া হবে) এবং ২২:১০ ঘটিকা (৩৪৯৩৩ নামখানা – লক্ষ্মীকান্তপুর লোকালটি শিয়ালদহ সাউথ পর্যন্ত সম্প্রসারিত হবে), একটি মেলা স্পেশাল কাকদ্বীপ থেকে ১৪:১৬ ঘটিকায় (শিয়ালদা সাউথ পর্যন্ত)।

১১ জানুয়ারি (রবিবার), পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন নিম্নলিখিত ইএমইউ পরিষেবা চালাবে

• ৩৪৬০২ শিয়ালদহ – বারুইপুর মাতৃভূমি লোকাল,

• ৩৪৩৩৪ বারুইপুর - লক্ষ্মীকান্তপুর লোকাল,

• ৩৪৭৪৯ লক্ষ্মীকান্তপুর – শিয়ালদহ লোকাল,

• ৩৪৯৩৪ লক্ষ্মীকান্তপুর – নামখানা লোকাল এবং

• ৩৪৯৩৩ নামখানা – লক্ষ্মীকান্তপুর লোকাল

১৪ জানুয়ারি (বুধবার), কলকাতা – নামখানা ইএমইউ স্পেশাল ট্রেনটি, যা ০৭:৩৫ ঘটিকায় কলকাতা থেকে ছাড়ার কথা ছিল, সেটি ০৮:৪৫ ঘটিকায় শিয়ালদা থেকে ছাড়বে।

যা জানতেই হবে

একটি ইএমইউ স্পেশাল ট্রেন ১৬:০৫ ঘটিকায় শিয়ালদা (সাউথ) থেকে মাঝেরহাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে, যা ১০ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত বালিগঞ্জ থেকে ৩০৭১১ ট্রেন হিসেবে চলাচল করবে।

গ্যালোপিং মেলা স্পেশাল ট্রেনগুলি বালিগঞ্জ, সোনারপুর, বারুইপুর, লক্ষ্মীকান্তপুর, নিশ্চিন্তপুর এবং কাকদ্বীপ স্টেশনে থামবে। কলকাতা স্টেশন থেকে ছেড়ে আসা মেলা স্পেশাল ট্রেনগুলি কলকাতা ও মাঝেরহাটের মধ্যবর্তী সমস্ত স্টেশনে থামবে। জেলা প্রশাসনের অনুরোধে ১০ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত কোনও ট্রেন কাশীনগর হল্ট স্টেশনে থামবে না।