SSC Scam Latest News: ‘আমাকে ধর্নায় বসা চাকরিহারাদের জলটুকু দিতে দেয়নি পুলিশ!’ পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভ শুভঙ্কর সরকারের!

শিক্ষকদের উপর লাঠিচার্জের প্রতিবাদে সরব কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। শাসক দলকে একহাত নিলেন কংগ্রেসের সভাপতি। ‘অনেক পুলিশ আমাকে জানিয়েছে এই অত্যাচার তাঁদের ঠিক লাগেনি’ । ‘আমাকে ধর্নায় বসা চাকরিহারাদের জল পর্যন্ত দিতে দেয়নি’ ।

Share this Video

শিক্ষকদের উপর লাঠিচার্জের প্রতিবাদে সরব কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। শাসক দলকে একহাত নিলেন কংগ্রেসের সভাপতি। ‘অনেক পুলিশ আমাকে জানিয়েছে এই অত্যাচার তাঁদের ঠিক লাগেনি’ । ‘আমাকে ধর্নায় বসা চাকরিহারাদের জল পর্যন্ত দিতে দেয়নি’ । আরও বড় আন্দোলনের ডাক শুভঙ্কর সরকারের। দেখুন আর কী বললেন কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার।

Related Video