- Home
- West Bengal
- West Bengal News
- ইদের আগেই এই সরকারি কর্মীদের অ্যাকউন্টে ঢুকবে কড়কড়ে ৬৮০০ টাকা, এপ্রিলেই ডিএ
ইদের আগেই এই সরকারি কর্মীদের অ্যাকউন্টে ঢুকবে কড়কড়ে ৬৮০০ টাকা, এপ্রিলেই ডিএ
AD Hoc Bonus: রাজ্য সরকার সম্প্রতি অ্যাডহক বোনাস ঘোষণা করেছে। ইদের আগেই রাজ্যের সরকারি কর্মীদের হাতে তুলে দেওয়া হবে ৬৮০০ টাকা।
- FB
- TW
- Linkdin
)
সুখবর সরকারি কর্মীদের জন্য
রাজ্যের সরকারি কর্মীদের সুখবর। আর কয়েক দিনের মধ্যেই নির্দিষ্ট কয়েকজন হাতে পাবেন হাজার হজার টাকা।
টাকার পরিমাণ
সরকারি ঘোষণা অনুযায়ী টাকার পরিমাণ ৬ হাজার টাকা থেকে ৬ হাজার ৮০০ টাকা।
একটি মাত্র শর্ত
তবে রয়েছে একটি মাত্র শর্ত। রাজ্য সরকরের যেসব কর্মীদের বেতন ৪২০০ টাকার ওপর তারাই হাতে পাবেন এই বাড়তি টাকা।
অ্যাডহক বোনাস
কয়েক দিন আগেই রাজ্য সরকার ঘোষণা করেছে অ্যাডহক বোনাস। তাতে বলা হয়েছে ইদের আগেই হাতে পাওয়া যাবে টাকা।
ইদ
আগামী ৩১ মার্চ ইদ। তার আগেই নির্দিষ্ট সরকারি কর্মীদের হাতে পৌঁছে যাবে টাকা।
কারা পাবেন টাকা
রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী মুসলিম সরকারি কর্মীরা ইদের আগে হাতে পাবেন অ্যাডহক বোনাসের টাকা। আর হিন্দুরা পাবেন দুর্গপুজোর আগে।
অ্যাডহক বোনাসের পরিমাণ বৃদ্ধি
গত বছরও সরকার অ্যাডহক বোনাস বাড়িয়েছিল। তা ৫ হাজার ৩০০ থেকে বাড়িয়ে ৬ হাজার করা হয়েছিল। এবার ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ৬ হাজার ৮০০ টাকা করা হয়েছে।
পাবেন না টাকা
এই বোনাস পান না গ্রুপ এ-র কর্মীরা। তবে তাদের জন্য ঋণের ব্যবস্থা রয়েছে।
ফেস্টিভ অ্যাডভান্স
সর্বোচ্চ ২০ হাজার টাকা সুদ মুক্ত ফেস্টিভ অ্যাডভান্স নিতে পারবেন রাজ্য সরকারি কর্মীরা। ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত যে সমস্ত সরকারি কর্মীদের বেতন ৪৪, ০০০ পার করেছে কিন্তু তাঁরা ৫২,০০০-এর কম বেতন পান তাঁরা এক্ষেত্রে আবেদন করতে পারবেন।
এপ্রিলেই ডিএ
মার্চের শেষে অ্যাডহক বোনাসের পরই এপ্রিল মাসে ডিএ টাকা ঢুকবে রাজ্যের সরকারি কর্মীদের হাতে।