- Home
- West Bengal
- West Bengal News
- বঙ্গে ঘনঘোর দুর্যোগের শঙ্কা! বুধবারও ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের
বঙ্গে ঘনঘোর দুর্যোগের শঙ্কা! বুধবারও ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলে অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে ওই দিন গুলিতে। বুধবার উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচটি জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

দুর্যোগ চলবে
নিজস্ব প্রতিনিধি: বঙ্গে দুর্যোগ চলবে। ৫,৬,৭,৮ অগস্ট পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাত হবে। ৯ ,১০ ,১১ অগাস্ট উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলে অধিকর্তা সোমনাথ দত্তর এই খবর জানিয়েছেন।
হাওয়া অফিসের বার্তা
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলে অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে ওই দিন গুলিতে। বুধবার উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচটি জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়া ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবার সম্ভাবনা রয়েছে।
বিক্ষিপ্ত বৃষ্টি
নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ৬ অগাস্ট উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচটি জেলাতে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, নদিয়া এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
কমলা সতর্কতা জারি
৭ অগাস্ট উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ,জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এই জেলাগুলিতে কমলা সর্তকতা জারি করা হয়েছে। কারণ এইসব জেলাগুলিতে কয়েকটি জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। কোচবিহারে দু- একটি জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের মালদাতেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
টানা বৃষ্টি
দিন দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম ,পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ,পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতে বিক্ষিপ্তভাবে দু- এক জায়গায় ভারী বর্ষণ এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ৯ অগাস্ট আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। ১০ অগাস্ট কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই তিন জেলায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

