Canning News Today : আরজি কর কাণ্ডের প্রতিবাদে এস ইউ সি আই সি-র ঝাঁঝালো জনসভা!

আরজিকর কাণ্ডের ন্যায় বিচারের দাবিতে এস ইউ সি আই সি দলের জনসভা। রবিবার ঘটিহারানিয়া বাজারে বিকেল ৩ টায় অনুষ্ঠিত হয় এই সভা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এস ইউ সি আই সি দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য শংকর ঘোষ।

Share this Video

আরজিকর কাণ্ডের ন্যায় বিচারের দাবিতে এস ইউ সি আই সি দলের জনসভা। রবিবার ঘটিহারানিয়া বাজারে বিকেল ৩ টায় অনুষ্ঠিত হয় এই সভা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এস ইউ সি আই সি দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য শংকর ঘোষ ও কুলতলী থানার প্রাক্তন বিধায়ক কমরেড জয়কৃষ্ণ হালদার। অভিযোগ এই আগেও সভা করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু কুলতলী থানার নানান অজুহাতে এই সভা হয়নি। তাই এই সভা হাইকোর্টের থেকে অনুমতি নিয়ে করা হয়।

Related Video