আচমকাই মাথায় ভেঙে পড়লো আইসিডিএস সেন্টারের চাল! চাঞ্চল্য ক্যানিং-এর বাসন্তীতে
ক্যানিং-এর বাসন্তীতে আইসিডিএস সেন্টারের চাল মাথায় ভেঙে বিপত্তি। ঘটনাটি ঘটেছে বাসন্তীর চার নম্বর গোড়ানবোস এলাকায়। সূত্রের খবর রান্না করার সময় ঘরের চাল ভেঙে যায়। ঘটনায় গুরুতর জখম দুই শিশু সহ এক অঙ্গনওয়ারি কর্মী।
ক্যানিং-এর বাসন্তীতে আইসিডিএস সেন্টারের চাল মাথায় ভেঙে বিপত্তি। ঘটনাটি ঘটেছে বাসন্তীর চার নম্বর গোড়ানবোস এলাকায়। সূত্রের খবর রান্না করার সময় ঘরের চাল ভেঙে যায়। ঘটনায় গুরুতর জখম দুই শিশু সহ এক অঙ্গনওয়ারি কর্মী। স্থানীয়দের তৎপরতায় উদ্ধার করা হয় আহতদের। স্থানীয়দের দাবি দীর্ঘদিন ধরেই এই আইসিডিএস সেন্টারের অবস্থা খারাপ। অভিযোগ প্রশাসনকে জানিয়েও কোনও ফল হয়নি। ঘটনার তদন্ত শুরু করছে প্রশাসন।