- Home
- West Bengal
- West Bengal News
- ১২-১৩ ডিসেম্বর DA মামলার রায় দেবে সুপ্রিম কোর্ট? রাজ্য সরকারি কর্মীদের কাছে বড় আপডেট
১২-১৩ ডিসেম্বর DA মামলার রায় দেবে সুপ্রিম কোর্ট? রাজ্য সরকারি কর্মীদের কাছে বড় আপডেট
সুপ্রিম কোর্ট কবে DA মামলার রায় ঘোষণা করবে তাই নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে রাজ্যর সরকারি কর্মীরা। কিন্তু দেড় মাস অতিক্রম হওয়ার পরেও ডিএ মামলার রায় ঘোষণা না হওয়ায় হতাশা বাড়ছে রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে।

DA মামলা
দীর্ঘ দিন ধরেই রাজ্যের সরকারি কর্মীরা মহার্ঘ ভাতা নিয়ে সরব। আন্দোলনের পাশাপাশি আইনি লড়াই করছেন। সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের DA মামলার শুনানি শেষ হয়েছে গত ৮ সেপ্টেমবর। তারপর কেটে গেছে দেড় মাসেরও বেশি সময়। কিন্তু এখনও রায় ঘোষণা করেনি সুপ্রিম কোর্ট।
অপেক্ষায় রাজ্য সরকারি কর্মীরা
সুপ্রিম কোর্ট কবে DA মামলার রায় ঘোষণা করবে তাই নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে রাজ্যর সরকারি কর্মীরা। কিন্তু দেড় মাস অতিক্রম হওয়ার পরেও ডিএ মামলার রায় ঘোষণা না হওয়ায় হতাশা বাড়ছে রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে। এবার অপেক্ষা ডিসেম্বর মাসের জন্য।
ডিসেম্বর মাসে DA রায় ঘোষণা!
রাজ্য সরকারি কর্মীদের একাংশের মতে ডিসেম্বরেই হতে পারে DA মামলার রায় ঘোষণা। কারণ ডিসেম্বর মাসের ১২ ও ১৩ তারিখ পরপর দুই দিন বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের স্পেশাল বেঞ্চ গঠন হওয়ার কথা রয়েছে। DA মামলার শুনানিও শেষ হয়েছে এই দুই বিচারপতির বেঞ্চে।
আশা বাড়ছে
সেই কারণেই রাজ্য সরকারি কর্মীদের মধ্যে DA মামলার রায় বছরের শেষে হতে পারে বলে আশা বাড়ছে। যদিও সুপ্রিম কোর্ট এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। সুপ্রিম কোর্টের সাপ্লিমেন্টারি কজলিস্টে যদি মামলাটি থাকে তাহলেই ১২ বা ১৩ ডিসেম্বর ফের ডিএ মামলা সুপ্রিম কোর্টে ওঠা সম্ভব রয়েছে।
রাজ্য সরকারি কর্মীদের মত
কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেছেন, সুপ্রিম কোর্ট কবে ডিএ মামলার রায় ঘোষণা করবে সেই দিকে তারা তীক্ষ্ণ নজর রাখছেন। তিনি আরও বলেছেন, 'এখন আমরা যেটা দেখলাম যে ওয়েবসাইটে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের স্পেশাল বেঞ্চ গঠন হয়েছে গত ১২ ও ১৩ তারিখ পরপর। এবং আমাদের ডিএ মামলার শুনানিও এই দুই বিচারপতির স্পেশাল বেঞ্চেই হয়েছে। এবং রায়টাও ঘোষণা হবে এদের বেঞ্চেই। তাই ওয়েবসাইটে আমরা যখন দেখলাম পরপর দুদিন স্পেশাল বেঞ্চ গঠন হয়েছে তাই আমাদের আইনজীবীরা বললেন যদি ডিএ মামলাটা প্রকাশ পায় তাহলে সাপ্লিমেন্টরি যে কজলিস্ট, ঠিক আগের দিন রাত ৮-৮. ৩০ নাগাদ প্রকাশ পায়। সেদিকে আমরা নজর রাখব। যদি সাপ্লিমেন্টরি কজলিস্ট প্রকাশ পায় তাহলেই রায় আসার সম্ভাবনা রয়েছে নয়তো কবে আসবে তা পরবর্তীকালে জানা যাবে।'

