পুলিশ জানিয়েছে ঘরের সামনে গ্রিলের দরজা ভিতর থেকে তালাবন্ধ ছিল। ওয়ার্ড এর কিছু কর্মী ও পুলিশ শাবল, হাতুড়ি নিয়ে এসে তালা ভাঙে। ঘর থেকে উদ্ধার করে দেহ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। 

ঘর থেকে এক ব্যাক্তির পচা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম রাজেশ কয়াল(৪৫)। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় বারুইপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ড ঋষি বংকিম নগরে। এলাকার বাসিন্দারা দুর্গন্ধ পেয়ে খবর দেন বারুইপুর থানায়। ওয়ার্ড কাউন্সিলর মোজাফফর আহমেদ ঘটনাস্থলে আসেন। পুলিশ এসে উদ্ধার করে দেহ।

পুলিশ জানিয়েছে ঘরের সামনে গ্রিলের দরজা ভিতর থেকে তালাবন্ধ ছিল। ওয়ার্ড এর কিছু কর্মী ও পুলিশ শাবল, হাতুড়ি নিয়ে এসে তালা ভাঙে। গ্রিল পর্যন্ত ভাঙা হয়। তারপরে ভিতরে ঢুকে দেহ উদ্ধার হয়। এলাকার বাসিন্দারা খবর পেয়ে ভিড় করেন। ওনার এক আত্মীয় রতন সর্দার বলেন, কয়েকদিন আগে এস আই আর ফর্ম দিতে এসে ডাকাডাকি করলেও সাড়া পাওয়া যায়নি। সম্ভবত, ৮-৯ দিন আগেই মারা গিয়েছে। দীর্ঘদিন ধরে রাজেশ একাই থাকতেন।

মানসিক রোগী হয়ে গিয়েছিলেন। কারুর সঙ্গে মিশতেন না। রাজেশ এর মা, বাবা আগে এই বাড়িতেই মারা গিয়েছিল। ওর এক দাদা বারুইপুর ফুলতলাতে থাকেন। প্রতিবেশীরাও বলেন, রাজেশ বাড়ি থেকে বেরোতেন না। কারুর সঙ্গে কথা বার্তা ছিল না। কীভাবে এই মৃত্যু তা পুলিশ তদন্ত করে খতিয়ে দেখছে। ওই ব্যাক্তির আত্মীয়দের সঙ্গে কথাও বলবে পুলিশ। খুন না আত্মহত্যা তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। তবে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান হৃদস্পন্দন বন্ধ হওয়াতেই মৃত্যু হয়েছে। নিহতের আত্মীয়দের খোঁজ খবর করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত খুন এমন সন্দেহ করছে না পুলিশ।