- Home
- West Bengal
- West Bengal News
- লক্ষ্মী ভাণ্ডারের টাকা হাজার থেকে বেড়ে একলাফে মিলবে ৩০০০ টাকা! বিণামূল্যে মিলবে বিদ্যুত, কিভাবে সম্ভব?
লক্ষ্মী ভাণ্ডারের টাকা হাজার থেকে বেড়ে একলাফে মিলবে ৩০০০ টাকা! বিণামূল্যে মিলবে বিদ্যুত, কিভাবে সম্ভব?
- FB
- TW
- Linkdin
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবকটি প্রকল্পের মধ্যে এই লক্ষ্মী ভাণ্ডার সবথেকে বেশি জনপ্রিয়।
এই প্রকল্পের অধীনে রাজ্যের প্রায় অধিকাংশ মহিলারা এই প্রকল্পের অধীনে প্রতি মাসে ১০০০ টাকা পান।
সেই টাকাই বেড়ে হয়ে যাবে ৩০০০ টাকা। শুধু তিন হাজার টাকা নয় রাজ্যবাসী পাবে বিনামূল্যে মিলবে বিদ্যুত। তবে জানেন কিভাবে এটা সম্ভব হয়।
২০২৬ সালের রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রচারে বিভিন্ন সভায় ভোট প্রচার চালাচ্ছেন বিজেপি নেতৃত্ব।
রাণিগঞ্জের একটি সভায় বিধানসভা নির্বাচনের প্রচারে রাজ্যবাসীকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি জানান- রাজ্যে বিপেজি সরকার এলে প্রতিটি মহিলা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে হাজার টাকার বদলে পাবেন তিন হাজার টাকা।
সেই সঙ্গে রাজ্যবাসী বিনামূল্যে পাবেন বিদ্যুত। এসবতো আছেই এর সঙ্গে আরও মিলবে বাড়ির তৈরির টাকা- চওড়া রাস্তাঘাট, আলো, শৌচাগার। সবটাই বিজেপি সরকার দেবেন রাজ্যবাসীকে।
শুধু তাই নয় এক সোনার বাংলা গড়ার সংকল্প নেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি।
তিনি আরও বলেন বাংলা এখন জঙ্গীদের আস্তানা হয়ে উঠেছে।
বাংলায় এমন সব জঙ্গীদের জায়গা দেওয়া হয়েছে যা রাজ্যবাসীর জন্য অন্ত্যন্ত বিপদজ্জনক।
আর রাজ্যের এমন অবস্থা এই জঙ্গীদের রাজ্যের পুলিশ ধরেনি কেন্দ্র বা কাশ্মীরের পুলিশ এসে ধরে নিয়ে গিয়েছে।
তাই বাংলাকে সুরক্ষিত রাখতে বিজেপিকে বাংলায় আসতে দিন।
তবে কেন্দ্রের এই স্বপ্ন সত্যি করতে বিজেপি কে আগামী নির্বাবচণে বিপুল ভোট দেওয়ার অনুরোধ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি।