সংক্ষিপ্ত
আরজি কর-কাণ্ডে উত্তাল গোটা রাজ্য। তরুণী চিকিৎসকের খুনি ও ধর্ষণকারীদের শাস্তির দাবিতে সরব হয়েছে সব মহল। এই অবস্থায় রবিবার মৃতার বাবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলে সরব হন। সোমবার মৃতার বাবার কথাকেই হাতিয়ার করে শুভেন্দু নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়কে। তিনি বলেন, 'মৃতার বাবা নবান্ন অভিযানের ডাক দিন। ওনাকে হাঁটতে হবে না। জাতীয় পকাতা হাতে বাকিটা আমরা করব।' এদিন তিনি রাজ্যের মানুষকে রাজনীতির বাইরে বেরিয়ে পথে নামার আহ্বান জানান।
আরজি কর হাসপাতালের চিকিৎসক খুনের ঘটনার প্রকাশ্যে আসার পরেই নিহতের বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে তিনি সুবিচারের আশ্বাস দিয়েছিলেন। দোষীদের ফাঁসির দাবিতে সরব হয়ে পথে নেমেছিলেন। তবে মুখ্যমন্ত্রীর আচরণে দ্বিচারিতা রয়েছে বলে অভিযোগ নিহতের বাবার। রবিবার মৃতার বাবা বলেন, 'মুখ্যমন্ত্রী এত কথা বলছেন, নিজে রাস্তায় নেমেছেন। আন্দোলন করছেন। নির্যাতিতার বিচার বলে। এদিকে উনি আবার আন্দোলন যাতে না হয় সেই চেষ্টাও করছেন। এটা কেমন দ্বিচারিতা।? তার মানে উনি সাধারণ মানুষকে ভয় পাচ্ছেন। এটাই আমারদের প্রশ্ন- যারা মুক্তকণ্ঠে প্রতিবাদ করছে উনি তাদের কণ্ঠোরোধ করার চেষ্টা করছেন। এখন এই ব্যাপারটাই আমার বুঝতে পারছি। '
মৃতার বাবার এই মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে শুভেন্দু বলেন, 'ওনার বাবা শুধু মুখ্যমন্ত্রীকে সময় বেঁধে দিন। নবান্ন অভিযানের ডাক দিন। আমাদের রাজনৈতিক দলগুলোর অনেক বাধা থাকে। কিন্তু উনি একবার ডাক দিন, ওনাকে আসতে হবে না। উনি বয়স্ক মানুষ। জাতীয় পতাকা হাতে আমরা পথে নামব।' এদিন শুভেন্দু রাত্তিরের সাথী প্রকল্পে নিয়েও প্রশ্ন করেন। তিনি বলেন, কেন মহিলারা নাইট ডিউটি করতে পারবেন না। রাজ্যের অনেকেই মনে করছেন এজাতীয় কথা যদি প্রশাসন বলে তাহলে কর্মক্ষেত্রে মহিলারা পিছিয়ে পড়বে। চাকরি পেতেই তাদের সমস্যা হবে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।