'এই মালগুলোর অবস্থা কেষ্টর থেকেও খারাপ হবে' রামপুরহাটে হুমকি শুভেন্দুর

বীরভূমের রামপুরহাটে বিজেপির পথসভা। অমিত শাহর সভার প্রচারে রামপুরহাটে শুভেন্দু অধিকারী। ‘বিজেপিকে ভয় পেয়ে মমতা সভা করতে দিচ্ছিল না। হাইকোর্ট থেকে আমরা সভার অনুমতি নিয়ে এসেছি। এবার আসল চোরকে ধরতে কলকাতা যেতে হবে।’

Share this Video

বীরভূমের রামপুরহাটে বিজেপির পথসভা। অমিত শাহর সভার প্রচারে রামপুরহাটে শুভেন্দু অধিকারী। 'বিজেপিকে ভয় পেয়ে মমতা সভা করতে দিচ্ছিল না। হাইকোর্ট থেকে আমরা সভার অনুমতি নিয়ে এসেছি। এবার আসল চোরকে ধরতে কলকাতা যেতে হবে। এখানে একজন খুব উড়ছে, নাম তার কাজল শেখ। আমাদের নজর আছে কাজল শেখের উপরে। ডিসেম্বর মাস ভয়াবহ হবে বীরভূম নেতাদের কাছে।' বিস্ফোরক শুভেন্দু অধিকারী।

Related Video