
'গত বছর প্রাইমারিতে ফর্ম ফিলাপ থেকে আয় করেছিল ২৭ কোটি টাকা' আর কি বললেন শুভেন্দু অধিকারী
আদালতের নির্দেশে এসএসসি'র কাউন্সিলিং শুরু। প্রায় ৮ বছর আগে হয়েছিল পরীক্ষা। এসএসসি নিয়ে তোপ দাগলেন শুভেন্দু অধিকারী। ‘গত বছর প্রাইমারিতে চাকরি দেবে বলে ফর্ম ফিলাপ করিয়েছিল। ফর্ম ফিলাপের জন্য ১৫০ টাকা করে নিয়েছে।’
আদালতের নির্দেশে এসএসসি'র কাউন্সিলিং শুরু। প্রায় ৮ বছর আগে হয়েছিল পরীক্ষা। এসএসসি নিয়ে তোপ দাগলেন শুভেন্দু অধিকারী। 'গত বছর প্রাইমারিতে চাকরি দেবে বলে ফর্ম ফিলাপ করিয়েছিল। ফর্ম ফিলাপের জন্য ১৫০ টাকা করে নিয়েছে। এবার ১২ ডিসেম্বর ফের পরীক্ষা নেবে। এবার ফর্ম ফিলাপের জন্য ৫০০ টাকা নেবে। গত বছর ১০ লক্ষ ছেলে মেয়ে ফর্ম ফিলাপ করেছিল। এই সরকার ফর্ম ফিলাপ থেকে ২৭ কোটি টাকা তুলেছে। মামলা লড়তে এই টাকা ব্যয় করবে এই সরকার'। ডেবরায় বিস্ফোরক শুভেন্দু অধিকারী।