
'এদের ফটোগুলো তুলে রাখুন, মে মাসে আমার লাগবে' বারাসাতে শুভেন্দুর নিশানায় কারা?
Suvendu Adhikari : বারাসাতে 'পরিবর্তন সংকল্প সভা'য় শুভেন্দু অধিকারী। ‘আমি বারাসাতে আসলেই তোলামূলের চিড়বিরানি বাড়ে। এর আগে বারাসাতের বিজেপি কর্মীরা ওদের ভালো করে পালিশ করে দিয়েছে। বাংলায় বিজেপিকে এনে পরিবর্তন করুন। ফাঁক পেলেই বারবার আসব।’
Suvendu Adhikari : বারাসাতে 'পরিবর্তন সংকল্প সভা'য় শুভেন্দু অধিকারী। 'আমি বারাসাতে আসলেই তোলামূলের চিড়বিরানি বাড়ে। এর আগে বারাসাতের বিজেপি কর্মীরা ওদের ভালো করে পালিশ করে দিয়েছে। বাংলায় বিজেপিকে এনে পরিবর্তন করুন। ফাঁক পেলেই বারবার আসব। আর এদের ফটোগুলো তুলে রাখুন। মে মাসে আমার লাগবে, দেবেন। যোগীজীর দেখানো পথে শুকনো লঙ্কার ধোঁয়া এদের নাকে ঢোকাতে হবে।' বারাসাতে বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর