
'ঢপবাজি মমতার, রাজ্যটা এখন রানিমা আর যুবরাজের' বর্ধমানে আক্রমণ শুভেন্দুর
‘সব ঢপবাজি মমতার, ডিএ দিতে গেলেই সব বন্ধ হয়ে যাবে। সাগরদিঘী থেকে শুরু হয়েছে। অর্জুন সিং রাজ্য পুলিশের উপর অনাস্থা প্রকাশ করেছেন। এর উত্তর তৃণমূল কংগ্রেসই দেবে। শক্তিগড়ে যা হয়েছে, এটা পুলিশ মন্ত্রীর ব্যর্থতা।’
'সব ঢপবাজি মমতার, ডিএ দিতে গেলেই সব বন্ধ হয়ে যাবে। সাগরদিঘী থেকে শুরু হয়েছে। অর্জুন সিং রাজ্য পুলিশের উপর অনাস্থা প্রকাশ করেছেন। এর উত্তর তৃণমূল কংগ্রেসই দেবে। শক্তিগড়ে যা হয়েছে, এটা পুলিশ মন্ত্রীর ব্যর্থতা। পিসি-ভাইপোকে পাহারা দিতে পুলিশ ব্যস্ত। আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে পশ্চিমবঙ্গে। এই রাজ্যটা এখন রানিমা আর যুবরাজের। তবে আর বেশি দিন নেই, দিন ঘনিয়ে আসছে। বর্ধমানে বিস্ফোরক শুভেন্দু অধিকারী।