
সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী, বৃষ্টিতে ভিজে Run For UNITY শুভেন্দু অধিকারীর
Suvendu Adhikari : আজ সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী। সেই উপলক্ষে শুভেন্দু অধিকারীর হাত ধরে কাঁথিতে Run For UNITY পালিত হল। কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে কাঁথি পোস্ট অফিস মোড় পর্যন্ত এই দৌড়ে পা মেলালেন শুভেন্দু অধিকারী ছাড়াও দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ কুমার দাস, উত্তর কাথির বিধায়িকা সুমিতা সিনহা, ও বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি সোমনাথ রায়।