Suvendu on Mamata: 'ওয়াও মোমোর মালিককে নিয়ে বিদেশ সফর, তাই আনন্দপুরে এড়াচ্ছেন মমতা'- শুভেন্দু

Share this Video

suvendu adhikari anandapur: আনন্দপুর অগ্নিকাণ্ডের ভয়াবহতা,মৃত্যুমিছিল দেখে আঁতকে উঠেছে গোটা রাজ্য । এবার আনন্দপুর অগ্নিকাণ্ড নিয়ে বিস্ফোরক কথা বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু একটি ছবি দেখিয়ে বললেন, 'ওয়াও মোমো'র মালিক রাজ্যের মুখ্য়মন্ত্রী মমতার সঙ্গে বিদেশ সফর করছেন। ছবিটিতে দেখা যাচ্ছে, স্পেনের রাস্তায় একসঙ্গে হাঁটছেন মুখ্য়মন্ত্রী মমতা ও 'ওয়াও মোমো'র মালিক। আনন্দপুরে বিজেপির মিছিল থেকে রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর পদত্যাগ দাবি করে স্লোগান ওঠে।

Related Video