
Kaliganj News: টাকার অফার তৃণমূল বিধায়কের , খাম দেখেই চেঁচিয়ে উঠলেন তামান্নার মা
তামান্নার মাকে টাকার অফার করেন। খাম দেখেই চেঁচিয়ে উঠলেন তামান্নার মা। এরপর সেখান থেকে বেরিয়ে আসেন হুমায়ুন কবীর।
কালীগঞ্জের মোলান্দীতে তামান্নার পরিবারের সঙ্গে দেখা করতে এলেন তৃণমূল বিধায়ক এবং রাজ্যের প্রাক্তন আই পি এস হুমায়ুন কবীর। তখনই তিনি তামান্নার মাকে টাকার অফার করেন। খাম দেখেই চেঁচিয়ে উঠলেন তামান্নার মা। এরপর সেখান থেকে বেরিয়ে আসেন হুমায়ুন কবীর।