সংক্ষিপ্ত

বৃহস্পতিবার নবান্নে বৈঠেকও আলুর দাম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায সেখানেও তিনি ভিনরাজ্যে আলু রফতানি নিয়ে প্রশ্ন তুলেছিলেন

 

আলুর দাম বাড়ছে হুহু করে। আলুর দাম নিয়ন্ত্রণে পথে নেমেছিল টাক্স ফোর্স। তার একদিন পরেই আলুর দাম নিয়ন্ত্রণে জরুরি বৈঠক করে টার্সফোর্স। টাস্কফোর্সের বৈঠকে শুক্রবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আপাতত ভিনরাজ্যে আলু রফতানি বন্ধ রাখতে হবে। তাতে রাজ্যে আলুর দাম কিছুটা হলও নিয়ন্ত্রণে আসবে বলেও আশা করছেন ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার নবান্নে বৈঠেকও আলুর দাম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায সেখানেও তিনি ভিনরাজ্যে আলু রফতানি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি বলেছিলেন, তাঁকে না জানিয়েই ভিন রাজ্যে আলুর রফতানি করা হয়। সেই বৈঠকেই আলুর দামে রাশ টানতে নির্দেশ দিয়েছিলেন টাস্ক ফোর্সের সদস্যদের। মমতার নির্দেশের পরই টাস্কফোর্সের সদস্যরা বৈঠকে বসেন। সেখানেই তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন আপাতত ভিনরাজ্যে আলু রফতানি বন্ধ রাখা হবে।

শুক্রবার টাস্ক ফোর্সের বৈঠকে পর্যবেক্ষণ আপাতত সবজির দাম অনেকটাই নিয়ন্ত্রণে। শুক্রবার সকালেও সদস্যরা বাজারে অভিযান করেন। মুখ্যমন্ত্রী গতকালই অভিযোগ করেছিলেন, স্থানীয় থানা আর পুলিশের একাংশের হাত ধরেই ভিনরাজ্যে আলু রফতানি হচ্ছে। টাক্সফোর্সের সদস্যরা সেই কারণেই আলুর রফতানি বন্ধ করার ওপর জোর দেন।

এদিনের বৈঠকে টাস্ক ফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রানাথ কোলে জানান, আলু ব্যবসায়ী সমিতি কেজি প্রতি ২৬ টাকায় বিক্রির সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে অন্তত ২৮ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। তা হাত ঘুরে বাজারে আসতে আসতে দাম দাঁড়াচ্ছে প্রায় ৩৫ থেকে ৪০ টাকা। অর্থাৎ মাত্র ২ টাকা বেশি দামে আলু বিক্রি করায় বাজারে দাম এতটা ঊর্ধ্বমুখী।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।