SIR West Bengal: রাজ্যে এসআইআর-প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই নানা জটিলতা তৈরি হয়েছে। এসআইআর-আতঙ্কে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এরই মধ্যে জলপাইগুড়ির বানারহাটের গয়েরকাটার এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে অভিযোগ।
KNOW
SIR-related Death: এসআইআর (SIR) সংক্রান্ত নথিপত্র নিয়ে টানাপোড়েনের জেরে ফের এক মর্মান্তিক মৃত্যুর সাক্ষী থাকল জলপাইগুড়ি জেলার বানারহাটের গয়েরকাটা। সোমবার সন্ধেবেলা ধূপগুড়ি হাসপাতালে মৃত্যু হয় বিবেকানন্দ পল্লীর বাসিন্দা ৬৮ বছর বয়সি রবীন্দ্রনাথ সাহার। পরিবারের অভিযোগ, এসআইআর প্রক্রিয়ার অত্যধিক মানসিক চাপ সহ্য করতে না পেরেই তাঁর মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবীন্দ্রনাথবাবুর মেয়ে রিম্পা সাহা হায়দরাবাদের এক বেসরকারি হাসপাতালে কর্মরত। সম্প্রতি তাঁর নামে একটি এসআইআর নোটিশ আসে। অভিযোগ, মেয়ের নামের বানানে সামান্য ভুলের কারণে এই আইনি জটিলতা তৈরি হয়। এর আগে জন্ম শংসাপত্র জমা দেওয়া সত্ত্বেও নতুন করে শুনানির নির্দেশ আসায় দুশ্চিন্তায় পড়ে যায় এই পরিবার। এর জেরেই বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ।
বৃদ্ধের মর্মান্তিক পরিণতি
পরিবারের দাবি, সোমবার সকাল থেকেই বিভিন্ন সরকারি দপ্তরে নথিপত্র সংশোধনের জন্য লাইনে দাঁড়িয়ে দৌড়ঝাঁপ করেন রবীন্দ্রনাথবাবু। বাড়ি ফেরার পরেই তিনি তীব্র শারীরিক অসুস্থতা বোধ করেন। প্রথমে পায়ে যন্ত্রণার কথা বললেও দ্রুত তাঁর অবস্থার অবনতি ঘটে। তড়িঘড়ি ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
গয়েরকাটায় শোকের ছায়া
বৃদ্ধের মৃত্যুর খবর জানাজানি হতেই সারা গয়েরকাটায় শোকের ছায়ার পাশাপাশি তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যদের দাবি, সকালে সুস্থ থাকলেও এসআইআর নোটিশের মানসিক চাপই তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এই ঘটনার পর সরকারি প্রক্রিয়ার হয়রানি নিয়ে প্রশ্ন তুলেছেন ওই অঞ্চলের সাধারণ মানুষ।
এসআইআর নিয়ে আতঙ্ক
রাজ্যের নানা প্রান্তে বহু মানুষের মধ্যে এসআইআর নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে। এর জেরেই অনেকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনা নিয়ে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছে। নির্বাচন কমিশন (Election Commission of India) বিজেপি-কে (BJP) তীব্র আক্রমণ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (AITC)। এই পরিস্থিতিতে ফের এক বৃদ্ধের মৃত্যুতে বিতর্ক ও ক্ষোভ তুঙ্গে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


