সংক্ষিপ্ত
ফের সিঙ্গুরের মাটিতে ফিরবে টাটা! আসবে কোটি কোটি টাকার শিল্প!
ফের সিঙ্গুরের মাটিতে ফিরবে টাটা! আসবে কোটি কোটি টাকার শিল্প! ভোটের ময়দানে নয়া প্রতিশ্রুতি দিলেন লকেট চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই শেষ চতূর্থ দফার নির্বাচন। জন সাধারণকে একের পর এক প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন নেতা-মন্ত্রীরা। হাড্ডা হাড্ডা লড়াই চলছে শাসক-বিরোধীর মধ্যে।
এবার সিঙ্গুরে শিল্পায়ণের সম্ভাবনাকে হাতিয়ার করেই ভোটের ময়দানে সুর চড়ালেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। এদিন সিঙ্গুরের শিল্পায়ণ প্রসঙ্গে লকেট বলেছেন, "শিল্পায়ন করতেই হবে, রাজ্যের যুবকদের কাজ দিতে প্রয়োজন শিল্পায়ন। দেখবেন এই সিঙ্গুরেই শিল্প হবে। পড়ে থাকা জমিতে আলোচনার মাধ্যমে ফের শিল্পায়ণ দেখবেন সাধারণ মানুষ।"
এ ছাড়াও লকেট জানিয়েছেন সিঙ্গুরের জমিতে শিল্প আনতে সাহায্য করবেন নরেন্দ্র মোদী। তিনি বলেন "২০২৪-এ ৩০ লোকসভা আসন জিতবে বিজেপি । হয়তো ২০২৬ পর্যন্ত আর তৃণমূল থাকবেও না। তখন সেই টাটাকেই ফেরাবেন নরেন্দ্র মোদী। "
তবে লকেটের এই প্রতিশ্রুতির পাল্টা উত্তর দিয়েছেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ও। এদিন লকেটের 'অনুন্নয়ন' এর পাল্টা উত্তর দিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন " এতদিন কী করছিলেন লকেট। কেন্দ্রে তো বিজেপি আছে। কোথায় ছিলেন তিনি? কেন তিনি এতদিন চেষ্টা করেননি।"
শিল্প হলে এই অঞ্চলে অনেক কিছুই পাল্টে যেত বলে দাবি করেছেন সিঙ্গুরের স্থানীয় বাসিন্দারা। সিঙ্গুরে টাটা কারখানা হলে চাষের জমিতে যে ধ্বংসাবশেষ তৈরি হয়েছে তা অন্তত দেখতে হত না। তবে জমি অধিগ্রহণের কারণেও যে বহু মানুষের ক্ষতি হয়েছিল তাও জানিয়েছেন বেশ কিছু এলাকাবাসী।