শীতের দিন শেষ, রাজ্যের একাধিক জেলায় বাড়ছে তাপমাত্রা, দেখে নিন আপডেট
বঙ্গে শীতের প্রভাব কমে গিয়ে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। তবে, এই আবহাওয়ার পরিবর্তনের সাথে দক্ষিণ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আগামী সাত দিন হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট বজায় থাকবে।

কনকনে শীতের আমেজ আজ নেই। গরম ক্রমে প্রভাব বিস্তার করছে। কখনও বাড়ছে তাপমাত্রার পারদ আবার কখনও কমছে। হঠাৎ হঠাৎ আবহাওয়ার এই ভোল বদলে নানান রোগ। সে যাই হোক , জেনে নিন কবে থেকে পুরোপুরি বিদায় নেবে শীত।
হাওয়া অফিস সূত্র খবর, শীতের প্রভাব এবার শেষের পথে। ইতিমধ্যে, ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করেছে বঙ্গে। কিন্তু কুয়াশার দাপট থাকবে দক্ষিণের জেলাগুলোতে।
দক্ষিণের কিছু জেলায় আগামী সাত দিনের হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা আছে। কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সব জেলাতেই কুয়াশার দাপট পড়বে।
তেমনই গরম বাড়ছে উত্তরের জেলাগুলোতেও। বাড়ছে কুয়াশার দাপট। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তরদিনাজপুর, কোচবিহার জেলাগুলোতে কুয়াশার প্রভাব বাড়বে। প্রায় তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে গরম।
তেমনই গরম বাড়বে বাংলাতেও। বাংলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াস। সব মিলিয়ে গরম বাড়ছে বাংলায়।

