- Home
- West Bengal
- West Bengal News
- তাপমাত্রায় রেকর্ড পতন, প্রবল ঠান্ডার পূর্বাভাস দিল হাওয়া অফিস, জেনে নিন বিস্তারিত
তাপমাত্রায় রেকর্ড পতন, প্রবল ঠান্ডার পূর্বাভাস দিল হাওয়া অফিস, জেনে নিন বিস্তারিত
বাংলাজুড়ে শীতের দাপট অব্যাহত রয়েছে এবং গতকাল থেকে পারদ উল্লেখযোগ্যভাবে পতন হয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, এই পরিস্থিতি বুধবার পর্যন্ত চলবে এবং উত্তরের হাওয়া সক্রিয় হওয়ায় তাপমাত্রা আরও কমতে পারে, সাথে থাকছে ঘন কুয়াশার সতর্কতা।

বাংলাজুড়ে শীতের কামড় অব্যাহত। গতকাল থেকে বিরাট ভাবে পারদ পতন হয়েছে বাংলায়। জানা যাচ্ছে, এই শীত এখন অব্যাহত থাকবে। জেনে নিন আজ কেমন থাকবে আবহাওয়া? শীত আর কত বাড়বে বাংলায়? রইল বিস্তারিত।
হাওয়া অফিস সূত্রে খবর, শীতল দিনের পরিস্থিতি দক্ষিণবঙ্গের ছয় জেলা ও উত্তরবঙ্গের তিন জেলাতে। উত্তরবঙ্গের মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে প্রবল ঠান্ডা থাকবে অব্যাহত। দক্ষিণের বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে রয়েছে হাড় কাঁপানো শীত। তেমনই কলকাতাতেও ঠান্ডা কম নেই গতকাল থেকে। আজ মরশুমের শীতলতম দিন।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ মঙ্গলবারও ঠান্ডা থাকবে বঙ্গে। আজ সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের বেশ কিছু নিচে থাকবে। উত্তরবঙ্গে স্বাভাবিক তাপমাত্রা থেকে চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস নীচে থাকবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে স্বাভাবিকের থেকে তিন থেকে পাঁচ ডিগ্রি নিচে থাকবে।
বুধবার পর্যন্ত কুয়াশার সম্ভাবনা আছে দার্জিলিং, কোচবিহার, উত্তর দিনাজপুরে। এই কদিন দৃশ্যমানতা থাকবে ৫০ মিটার। তেমনই ঘন কুয়াশার সতর্কতা আছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মাদলদায়। বাকি প্রায় সব জেলাতেই থাকবে কুয়াশা।
এদিকে বাংলায় পশ্চিমী ঝঞ্ঝা কেটে গিয়েছে। ফের উত্তরের হাওয়া সক্রিয় হবে। এর জেরে বুধবারের মধ্যে আরও কমবে তাপমাত্রা। আজ মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১১ ডিগ্রি। আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াস।

