- Home
- West Bengal
- West Bengal News
- Weather Update: আরও চড়ল তাপমাত্রা, ঘন কুয়াশার সতর্কতা একাধিক জেলায়, আর কত বাড়বে পারদ?
Weather Update: আরও চড়ল তাপমাত্রা, ঘন কুয়াশার সতর্কতা একাধিক জেলায়, আর কত বাড়বে পারদ?
কলকাতায় ফের তাপমাত্রা বেড়ে ১৪.২ ডিগ্রিতে পৌঁছেছে, ফলে কনকনে ঠান্ডার আমেজ কমেছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও বাড়ার পর আবার কমবে, অন্যদিকে উত্তরবঙ্গে কুয়াশার সতর্কতা সহ বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

ফের বেড়ে গেল কলকাতার তাপমাত্রা। দুদিনে ১১-র ঘরে পৌঁছে গেল তাপমাত্রা। আজ শনিবার সকাল থেকে শহরে ঠান্ডার আমেজ থাকলেও সে অর্থের কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে না অনেক জায়গাতেই। আজ শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক বলে দাবি করেছেন হাওয়া অফিসের আধিকারিকেরা।
গতকাল শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। তবে বেশ কয়েক বছর পর এমন শীত দেখছে দক্ষিণবঙ্গ। স্বাভাবিকের চেয়ে অনেকটা নিচে তাপমাত্রা থাকলেও সেই খেলা ঘুরে যেতে শুরু করেছে। জানুয়ারির প্রথম দুই তিন দিনে তাপমাত্রা থাকবে ১৪-১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, তা আগেই জানিয়েছিল হাওয়া অফিস।
এর আগেই আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল, কিছুদিন তাপমাত্রা বাড়বে। সেই অনুসারে, বৃহস্পতিবার থেকে পারদ চড়তে শুরু করে। তার আগে মঙ্গলবার শহরের তাপমাত্রা নেমেছিল ১১ ডিগ্রিতে। এখনও পর্যন্ত বুধবার ছিল শহরের শেষ শীতলতম দিন।
জানা গিয়েছে, আগামী ২৪ ঘন্টায় আরও তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। দুই থেকে তিন ডিগ্রি করে চড়তে পারে। তারপর ফের পারদ পতনের পালা। নতুন করে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। পরবর্তী দু দিনে কমবে তাপমাত্রা।
তবে, উত্তরবঙ্গের ক্ষেত্রে পূর্বাভাস ভিন্ন। সেখানে আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রার পরিবর্তে তেমন হবে না। তবে, তারপরের তিন দিন আরও ২ ডিগ্রি তাপমাত্রা নামবে বলে খবর। উত্তরে জারি হয়েছে কুয়াশার সতর্কতা। দার্জিলিং-এ শনি ও রবি হতে পারে হালকা বৃষ্টি। আছে তুষারপাতের সম্ভাবনা। জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারেও হতে পারে বৃষ্টি।

