- Home
- West Bengal
- West Bengal News
- জুন মাসে এক টানা বহুদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! সপ্তাহে ৩ দিন করে হবে না কোনও লেনদেন? ছুটি ঘোষণা করল কেন্দ্র
জুন মাসে এক টানা বহুদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! সপ্তাহে ৩ দিন করে হবে না কোনও লেনদেন? ছুটি ঘোষণা করল কেন্দ্র
জুন মাসে প্রতি সপ্তাহে প্রায় ৩ দিন করে ব্যাঙ্ক বন্ধ থাকছে!কোন কোন দিন ছুটি ঘোষণা করল কেন্দ্র ? জেনে নিন

জুন মাসে থাকছে পরের পর ব্যাঙ্ক বন্ধ। শুধু দ্বিতীয় বা চতুর্থ শনিবার নয়, এ ছাড়াও বেশ কয়েকদিন ছুটি ঘোষণা করেছে কেন্দ্র।
জুন মাসে লম্বা ছুটির তালিকা না জেনে নিলে বহু গ্রাহকেরাই বিপদে পড়তে পারেন। আসুন জেনে নেওয়া যাক যে কোন কোন দিন ছুটি পড়েছে।
৭ জুন শনিবার ইদের জন্য ছুটি থাকবে সমস্ত ব্যাঙ্ক। ৮ জুন রবিবারও ব্যাঙ্ক বন্ধ থাকবে তাই পরপর ২ দিন ব্যাঙ্ক ছুটি থাকবে জুনের প্রথম সপ্তাহেই।
২৭ জুন রথযাত্রার কারণে ব্যাঙ্ক ছুটি থাকছে ২৮ জুন আবার চতুর্থ শনিবার ফলে ২৭, ২৮, ২৯ তিনদিন টানা ব্যাঙ্ক বন্ধ থাকছে জুন মাসে।
তবে ২৭ জুন শুধু ওড়িশায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। বাকি সমস্ত রাজ্যে খোলা থাকবে ব্যাঙ্ক। তাই এই ছুটি হয়তো পাবেন না পশ্চিমবঙ্গের মানুষ।
এ ছাড়াও ১৪ জুন দ্বিতীয় শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকছে। ১৫ জুন পড়েছে রবিবার ফলে ওই সপ্তাহতেও সাধারণ ভাবে ২ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৯ জুন ও ৩০ জুন পর পর ২ তিন তেলেঙ্গানা ও মিজোরামে ব্যাঙ্ক ছুটি থাকবে। ফলে জুন মাসে একটানা বহুদিন ব্যাঙ্ক বন্ধ থাকছে।

