সংক্ষিপ্ত

দ্যা কেরালা স্টোরি রাজ্যে নিষিদ্ধ করার কারণ জানতে চেয়ে নোটিশ দিল সুপ্রিম কোর্ট। বুধবারের মধ্যে জবাব দিতে হবে।

 

'দ্যা কেরালা স্টোরি' ছবির প্রদর্শন বন্ধ কেন? কারণ জানতে চেয়ে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু -দুটি রাজ্যকে নোটিশ পাঠিয়েছে প্রযোজকদের আবদনের ভিত্তিতে। এই দুই রাজ্যে নিষিদ্ধ করা হয়েছে 'দ্যা কেরালা স্টোরি' প্রদর্শন। আর সেই কারণেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সিনেমাটির প্রযোজকরা। শুক্রবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি পিএস নরসীমার ডিভিশন বেঞ্চ বলেছে, দেশের বাকি অংশে কোনও রকম সমস্যা ছাড়াই 'দ্যা কেরালা স্টোরি' প্রদর্শন হচ্ছে। তাহলে এই দুটি রাজ্যে কেন এই ছবি প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি এই ছবির ওপর নিষেধাজ্ঞা জারি করার কোনও কারণ নেই বলেও মনে করছে সুপ্রিম কোর্ট।

পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এদিন আদালতে সওয়াল করেন আইনজীবী অভিষেক মনু সিংভি। আদালত আইনজীবীকে বলে, 'সিনেমাটি দেশের বাকি অংশ চলছে। যারমধ্যে পশ্চিমবঙ্গের মতই মিশ্র জনসংখ্যা রয়েছে। সেখানে কোনও কিছুই ঘটেনি। ফিল্মের শৈল্পিক মূল্যের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। মানুষ যদি সিনেমাটি পছন্দ না করে তারা সিনেমাটি দেখবে না।' পাল্টি অভিষেক মনু সিংভি যুক্তি দিয়েছিলেন, গোয়েন্দা তছ্য অনুযায়ী রাজ্যের আইন-শৃঙ্খলার সমস্যা তৈরি হতে পারে। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শান্তিভঙ্গ হতে পারে। সেই কারণেই ছবিটির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

অন্যদিকে বেঞ্চ তামিলনাড়ু সরকারকে বলেছে 'দ্যা কেরালা স্টোরি' প্রদর্শনের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে প্রেক্ষাগৃহে। কীকী ব্যবস্থা নেওয়া হয়েছে তাও জানাতে হবে। আদালত আরও বলেছে, 'রাজ্য সরকার কখনই বলতে পারে না যে, এটি অন্যাভাবে দেখাবে যখন হলে আক্রমণ করা হবে আর চেয়ার পুড়িয়ে দেওয়া হবে।' তবে তামিলনাড়ুর আইনজীবী অমিত আনন্দ তিোয়ারি জানিয়েছে, তিনি জমা দেওয়ার পরে সিনেমাটির ওপর কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি।

প্রবীণ আইনজীবী হরিশ সালভে

'দ্যা কেরালা স্টোরি' র প্রযোজকদের হয়ে মামলা লড়েন। তিনি বলেন, তামিলনাড়ুতে নিষেধাজ্ঞার প্রয়োজন ছিল। কারণ সিনেমা হলের মালিকদের হুমকি দেওয়া হয়েছিল। আর সেই কারণেই তারা ছবিটির প্রদর্শন বন্ধ করে দিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ ছবিটির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। সেই কারণে ছবিটির ওপর থেকে নিষেধাজ্ঞা যাতে তুলে নেওয়া হয় তারই দাবি তিনি জানাচ্ছে।

সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে তারা দুটি রাজ্যকেই নোটিশ জারি করেছে। দুটি রাজ্যকেই বুধবারের মধ্যে নোটিশের জবাব দিতে হবে। বৃহস্পতিবার তারা বিষয়টি দেখে নেবে বলেও জানিয়েছে। গত ৫ মে সুদীপ্ত সেন পরিচালিত 'দ্যা কেরালা স্টোরি' মুক্তি পেয়েছে। এই রাজ্যে প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৮ মে। ছবিটিতে বলা হয়েছে, কেরলের হিন্দু মহিলাদের জোর করে মুসলিম করা হয়েছে। তারপর তাদের জঙ্গি সংগঠনের সদস্য করা হয়েছিল।