
বিনিয়োগের পর ধৈর্য হারালেই বিপদ! দেখুন বিনিয়োগে বসতে লক্ষ্মী পর্ব-২৭
Mutual Funds Investment : কথায় আছে রোম একদিনে তৈরি হয়নি। আপনার বাড়ির কথাই ভাবুন, সেটা কি রাতারাতি তৈরি হয়ে গিয়েছিল? শক্ত করে আগে ভিত তৈরি করতে হয়। তার পর ইঁটের উপর ইঁট গেঁথে ধীরে ধীরে গড়ে ওঠে আপনার স্বপ্নের ঠিকানা। বাড়িতে তো আপনি একদিন থাকবেন না, থাকবেন দীর্ঘদিন ধরে। একই ভাবে আপনার বিনিয়োগের ক্ষেত্রেও একদিনে নিশ্চয়ই তা খরচ করে ফেলবেন না বা একদিনেই বিরাট কোনও রিটার্ন আশা করে নিশ্চয়ই বিনিয়োগ করেন না? করেন ভবিষ্যতের কথা ভেবে। তাই বিনিয়োগের পর ধৈর্য ধরে অপেক্ষা করতে হয় এবং নিয়ম মেনে শৃঙ্খলার সঙ্গে বিনিয়োগ চালিয়ে যেতে হয়। তবেই লক্ষ্য পৌঁছতে পারবেন। আজকের বিনিয়োগে বসতে লক্ষ্মী-র পর্বে আমরা এই ধৈর্য নিয়েই আলোচনা করেছি।