সংক্ষিপ্ত
সরকারি স্কুলের মিড ডে মিলে এবার মুরগির মাংস ও মরশুমী ফল দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এই খাতে ইতিমধ্যেই মোটা টাকা বরাদ্দ করা হয়েছে বলেও জানা যাচ্ছে। প্রত্যেক পড়ুয়া পিছু বাড়ানো হয়েছে বরাদ্দ।
পড়ুয়াদের পুষ্টির সঙ্গে কোনও রকমের আপোস নয়, মিড ডে মিলের খাদ্য তালিকায় বড় পরিবর্তন আনতে চলেছে রাজ্য। পড়ুয়াদের পুষ্টিতে যাতে কোনও রকমের ঘাটতি না থাকে সেবিষয় নজর রেখেই বড় পদক্ষেপ নিল স্কুল শিক্ষা দফতর। সরকারি স্কুলের মিড ডে মিলে এবার মুরগির মাংস ও মরশুমী ফল দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এই খাতে ইতিমধ্যেই মোটা টাকা বরাদ্দ করা হয়েছে বলেও জানা যাচ্ছে। প্রত্যেক পড়ুয়া পিছু বাড়ানো হয়েছে বরাদ্দ। এই মর্মে রাজ্যের ২৪টি জেলার জেলাশাসক, কলকাতা পুরনিগমের যুগ্ম কমিশনার, শিলিগুড়ি মহকুমার মহকুমাশাসক-সহ সংশ্লিষ্ট দফতরগুলিতে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
পড়ুয়াদের অতিরিক্ত পুষ্টির জন্য ৩৭১ কোটি ৯০ লক্ষ ৭৮ হাজার ৪০০ টাকা মিড ডে মিল প্রকল্পে বরাদ্দ করছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। অতএব প্রত্যেক পড়ুয়া পিছু প্রায় ২০ টাকা করে অতিরিক্ত বরাদ্দ দেওয়া হচ্ছে। নতুন খাদ্য তালিকা অনুযায়ী সপ্তাহে তিন দিন ডিম ও মরশুমী ফল দেওয়া হবে পড়ুয়াদের। দেওয়া হবে মুরগির মাংসও। সপ্তাহে ৪ দিন অতিরিক্ত পৌষ্টিক আহার দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী ২৩ জানুয়ারি থেকে ২৩ এপ্রিল পর্যন্ত এই নতুন খাদ্য তালিকা বহাল থাবে।
আরও পড়ুন -