- Home
- West Bengal
- West Bengal News
- বঙ্গবাসীকে কাঁপিয়ে দিয়ে আবার শুরু শীতের দ্বিতীয় ইনিসং! আবহাওয়ার ভোল বদল নিয়ে কী পূর্বাভাস হাওয়া অফিসের
বঙ্গবাসীকে কাঁপিয়ে দিয়ে আবার শুরু শীতের দ্বিতীয় ইনিসং! আবহাওয়ার ভোল বদল নিয়ে কী পূর্বাভাস হাওয়া অফিসের
দুই বঙ্গেই শীতের দাপটে কাঁপছে রাজ্যবাসী। যার জেরে শীত উপভোগ করায় ভালোই আমেজ উপভোগ করছে তারা।

আবারও শুরু হল শীতের দ্বিতীয় ইনিংস। একেবারে বছরের প্রথমের ফর্মে ফিরে রাজ্যবাসীকে কাঁপিয়ে দিয়েছে সে।
আজকের সর্বোচ্চ এবং সর্বনিন্ম তাপমাত্রা যতাক্রেমে ১৫ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে।
দুই বঙ্গেই শীতের দাপটে কাঁপছে রাজ্যবাসী। যার জেরে শীত উপভোগ করায় ভালোই আমেজ উপভোগ করছে তারা।
বুধবার থেকে একেবারে ডিগবাজি খেয়েই পুরোপুরি বদলে গিয়েছে আবহাওয়া। যেখানে গঙ্গাসাগরে বঙ্গবাসী শীত উপভোগ না করে মন মরা হয়েগিয়েছিল, এই বুঝি শীতের শেষ।
সেখানে পশ্চিমী ঝঞ্ঝার বাঁধা উপেক্ষা করেই উত্তরের হাওয়া হু হু করে প্রবেশ করছে রাজ্যে যার জেরে আবারও বছরের প্রথমের মতোই জোরালো কামড় বসিয়েছে শীত
ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন ও উত্তরের শিরশিরে বাতাস জেন হাড়ে কাঁপুনি ধরাচ্ছে। তবে এই সুখ বঙ্গবাসীর কপালে কতদিন স্থায়াী হবে সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।
কারণ হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, ১৮ জানুয়ারির পর থেকে নাকি আবারও বাড়তে শুরু করবে তাপমাত্রা।
কারণ পশ্চিমী ঝঞ্ঝা আবারও জোর গতিতে প্রবেশ করবে একই ভাবে আবার বাধা পাবে উত্তরে হাওয়া।
ফলে বড়সড় তাপমাত্রা পতনের সম্ভাবনা আর নেই বললেই চলে। এই শ্চিমী ঝঞ্ঝার ফলে একই সমস্যা দুই বঙ্গেই প্রভাব ফেলছে। তবে কুয়াশার দাপট বজায় রেখেছে দুই বঙ্গেই।
উত্তরবঙ্গে কুয়াশার জেরে দৃশ্যমানতার সমস্যা দেখা দিয়েছে। এমনকী মাঘে শীতের দাপটও তেমন একটা জোরালো থাকবেনা বলেই মনে করছে হাওয়া অফিস।