- Home
- West Bengal
- West Bengal News
- কন্যাশ্রী প্রকল্পেও টাকা বাড়াল রাজ্য সরকার! বাংলার স্কুলে পড়া মেয়েরা এবার কত টাকা পাবে জানেন?
কন্যাশ্রী প্রকল্পেও টাকা বাড়াল রাজ্য সরকার! বাংলার স্কুলে পড়া মেয়েরা এবার কত টাকা পাবে জানেন?
- FB
- TW
- Linkdin
সামনেই বিধানসভা ভোট। লোকসভা ভোটেও বিপুল অঙ্কের ভোট জিতেছে তৃণমূল। এরপর পাখির চোখ বিধানসভায়।
বাংলার মা ও মেয়েদের জন্য তৈরি করা প্রকল্প তৃণমূলের ভোট পাওয়ার জন্য সবথেকে বড় হাতিয়ার।
এমনিতেই লক্ষ্মীরভাণ্ডারের টাকা বাড়িয়ে দিয়েছে মমতা সরকার। এরপর বাংলার মেয়েদের আরও একটি প্রকল্পে টাকা বাড়িয়ে দিচ্ছে তৃণমূল।
বাড়িয়ে দেওয়া হতে পারে কন্যাশ্রীর টাকা। লক্ষ্মীর ভাণ্ডারের পরে এবার বাড়বে কন্যাশ্রী প্রকল্পের টাকাও।
বিধানসভার আগে বড় ঘোষণা করতে পারে রাজ্য সরকার। এমনই অনুমান করা হচ্ছে বিভিন্ন মহলে।
কন্যাশ্রী প্রকল্পে ইতিমধ্যেই তিনটি স্কিম চালু রয়েছে যার মধ্যে বার্ষিক বৃত্তি হিসাবে ১ হাজার টাকা। মাসিক বৃত্তি হিসাবে ২ থেকে আড়াই হাজার টাকা ও এককালীন বৃত্তি হিসাবে ২৫ হাজার টাকা দেওয়া হয়।
১৩ থেকে ১৮ বছর পর্যন্ত পাওয়া যায় বার্ষিক হাজার টাকা। এরপর ১৮ বছর হলে এবং ছাত্রী অবিবাহিত হলে এককালীন ভাতা পাওয়া যায়। এবার বেড়ে যেতে পারে এই সমস্ত খাতের টাকার অঙ্ক।