মহানন্দার নদী বাঁধ সংস্কারে উদ্যোগী রাজ্য সরকার, আনুষ্ঠানিক ভাবে হল শিলান্যাস

প্রতিবছর বর্ষা এলেই গোটা গ্রাম আতঙ্কে রাত জাগে । বেহাল নদী বাঁধ সংস্কারের দাবিতে বারবার বিক্ষোভ ও আন্দোলন করেছে গ্রামবাসীরা । ভোটের মুখে গ্রামবাসীদের দাবি পূরণে উদ্যোগী হলো রাজ্য সরকার ।

/ Updated: Apr 07 2023, 10:48 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

প্রতিবছর বর্ষা এলেই গোটা গ্রাম আতঙ্কে রাত জাগে । বেহাল নদী বাঁধ সংস্কারের দাবিতে বারবার বিক্ষোভ ও  আন্দোলন করেছে গ্রামবাসীরা । ভোটের মুখে গ্রামবাসীদের দাবি পূরণে উদ্যোগী হলো রাজ্য সরকার । সেচ ও জলপথ দপ্তরের উদ্যোগে শুরু হচ্ছে নদী ভাঙন রোধের কাজ | আনুষ্ঠানিক ভাবে শিলান্যাস করলেন রাজ্যের জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন | চাঁচলের গালিমপুরে ২১০০ মিটার ও মালতীপুরের বলরামপুরে ৬৫০ মিটার দৈর্ঘ্যের পাড় বাঁধানো হবে | পাথরের বোল্ডার দিয়ে মজবুত করে নদী পাড় বাঁধানো হবে বলে সেচ দপ্তর দাবি করছেন | মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানিয়েছে,দুটি কাজের জন্য প্রায় পাঁচ কোটি বরাদ্দ করা হয়েছে |