- Home
- West Bengal
- West Bengal News
- Weather: আর ফিরছে না ভয়ঙ্কর গরম! অবশেষে স্বস্তি দক্ষিণবঙ্গ জুড়ে, কত দূরে বর্ষা?
Weather: আর ফিরছে না ভয়ঙ্কর গরম! অবশেষে স্বস্তি দক্ষিণবঙ্গ জুড়ে, কত দূরে বর্ষা?
| Published : Jun 21 2024, 06:58 AM IST
Weather: আর ফিরছে না ভয়ঙ্কর গরম! অবশেষে স্বস্তি দক্ষিণবঙ্গ জুড়ে, কত দূরে বর্ষা?
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
18
বেশ অনেকটাই বদল এসেছে দক্ষিণবঙ্গের আবহাওয়ায়। তাপমাত্রা বেশ খানিকটা কমেছে।
28
হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে জেলায় জেলায়। আজও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
38
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ সারাদিন আকাশ মেঘলা থাকবে। বেশ কিছু জেলায় ঝড়ও বইতে পারে।
48
ধীরে ধীরে দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। সব ঠিক থাকলে সপ্তাহের শেষেই নামতে পারে বর্ষা।
58
ইতিমধ্যেই প্রাক বর্ষার বৃষ্টিপাতে ভিজেছে দক্ষিণবঙ্গ। অস্বস্তি কমেছে অনেকটাই।
68
আগামী তিনদিনে তাপমাত্রা আরও কমবে বিহার, উত্তর প্রদেশ, ঝড়খণ্ড ও পশ্চিমবঙ্গে।
78
আগামী ৭২ ঘণ্টার মধ্যে উপ হিমালয়, পশ্চিমবঙ্গ, সিকিম, মেঘায়লে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
88
আর ভয়ঙ্কর গরম ফিরছে না বলেই অনপমান আবহাওয়া দফতরের।