- Home
- West Bengal
- West Bengal News
- ফেব্রুয়ারিতে রাজ্যের বাজেট পেশে মুখে হাসি ফুটবে কর্মীদের! এক ধাক্কায় বৃদ্ধি পাবে বেতন-সহ মহার্ঘ ভাতা?
ফেব্রুয়ারিতে রাজ্যের বাজেট পেশে মুখে হাসি ফুটবে কর্মীদের! এক ধাক্কায় বৃদ্ধি পাবে বেতন-সহ মহার্ঘ ভাতা?
লতি মাসেই রাজ্যের বাজেট পেশ। আর এই বাজেটেই দুর্দশার মেঘ কাটতে পারে বলে মনে আরও একবার আশার আলো জ্বালিয়েছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ।
- FB
- TW
- Linkdin
)
কেন্দ্রশাসিত অঞ্চলের প্রথম নির্বাচিত সরকার তার কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা (ডিএ) বাড়িয়ে ৫৩ শতাংশ করেছে। ইতিমধ্যে এই মর্মে একটি নির্দেশিকা অবধি জারি করা হয়েছে।
২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হতে চলেছে অষ্টম বেতন পে কমিশন। অন্যদিকে ব্রাত্য রাজ্য সরকারি কর্মীরা।
যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে ৫৭ শতাংশ হয়েছে। সেখানে রাজ্য সরকারী কর্মীরা এখনও ১৪ শতাংশ হারে ডিএ পাচ্ছেন।
যখন কেন্দ্রীয় সরকারি কর্মীরা তাদের অষ্টম বেতন কমিশনের মহার্ঘ ভাতা ও বকেয়া বেতন পেতে চলেছে এদিকে রাজ্য সরকারি কর্মীরা তাদের ষষ্ঠ বেতন কমিশনের বকেয়া টাকা পাওয়ার লড়াই চালাচ্ছেন।
কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় উপহার মিললেও বকেয়া টাকা পাওয়া নিয় ঘুম উড়েছে রাজ্য সরকারি কর্মীদের।
তবে চলতি মাসেই রাজ্যের বাজেট পেশ। আর এই বাজেটেই দুর্দশার মেঘ কাটতে পারে বলে মনে আরও একবার আশার আলো জ্বালিয়েছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ।
তাদের মতে ৫ থেকে ৭ শতাংশ হলেও রাজ্যের বাজেটে পেশে মহার্ঘ ভাতা নিয়ে অবশ্যই কথা বলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়।
তবে আগেই মু্খ্যমন্ত্রী এই বিষয়ে উল্টে বলেছেন রাজ্য সরকারি চাকরি না করলে কেন্দ্রীয় সরকারি চাকরিতে যুক্ত হতে। কেন্দ্রের সমান ডিএ তিনি দিতে পরবেন না।
তবুও রাজ্য সরকারি কর্মীদের একাংশ যারা মুখ্যমন্ত্রীর উপর ভরসা রেখেছেন তারা মনে প্রাণে বিশ্বাস করেন যে এই বাজেট পেশেই রাজ্য সরকারি কর্মীদের কপাল খুলবে।
মুখ্যমন্ত্রী ঠিক তাদের সমস্যার কথা বুঝে তাদের জন্য একটি সুরাহা ঠিখ করবেন। এখন শুধু রাজ্যের বাজের পেশ-এর অপেক্ষা