Bangaon News : বাঘরোল কে বাঘ ভেবে আতঙ্কে গোটা গ্রাম, বনদপ্তরের আধিকারিকরা আশ্বস্ত করতেই স্বস্তি

রাতের অন্ধকারে বাঘের মত দেখতে বন্যপ্রাণী দেখতে পেয়ে আতঙ্কিত গ্রামবাসীরা বনদপ্তরের আধিকারিকদের জানান। পশুপ্রেমী সংগঠন সেখানে গিয়ে আশ্বস্ত করেন এটি একটি বাঘরোল বলে।

/ Updated: Sep 15 2023, 06:22 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

রাতের অন্ধকারে বনগাঁর রামচন্দ্রপুরে বাঘের মত দেখতে বন্যপ্রাণী দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামের মানুষ। আতঙ্কিত গ্রামবাসীরা বনগাঁ থানা সহ বনদপ্তরের আধিকারিকদের জানান । পশুপ্রেমী সংগঠন সেখানে গিয়ে  আশ্বস্ত করেন এটি একটি বাঘরোল বলে। তারা জানায় এই পশুটি কারোর কোন ক্ষতি করে না । এরপর আতঙ্কিত গ্রামবাসীরা স্বস্তি পান ।