- Home
- West Bengal
- West Bengal News
- সরে গিয়েছে নিম্নচাপ অঞ্চল, এবার কি কমব বৃষ্টি? কেমন থাকবে আজকের আবহাওয়া
সরে গিয়েছে নিম্নচাপ অঞ্চল, এবার কি কমব বৃষ্টি? কেমন থাকবে আজকের আবহাওয়া
কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। নিম্নচাপ ঝাড়খণ্ডে সরে যাওয়ায় বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে, তবে থামবে না। ১৩ থেকে ১৬ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

চলতি সপ্তাহে একদিনও বিরাম নেই। কলকাতা সহ দক্ষিণের জেলাগুলোতে অবিরাম হচ্ছে বৃষ্টি। রোদের কোনও দেখা নেই।
আলিপুর আবহাওয়া দফতর বলছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে যে নিম্নচাপ অঞ্চল ছিল, তা সরে গিয়েছে ঝাড়খণ্ডে।
সেই কারণে কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলোতে কমতে পারে বৃষ্টি। তবে থামবে না বৃষ্টি। রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার নিম্নচাপ অঞ্চল ঝাড়খণ্ডের ওপর রয়েছে। সংলগ্ন ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিমি উঁচুতে অবস্থিত।
জানা গিয়েছে, মৌসুমি অক্ষরেখা এখন সুরতগড়, ভিনয়ানি, আলিগডড, বান্দা, ডাল্টনগঞ্জ, দিঘার ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত চলে গিয়েছে।
সে কারণে বৃষ্টির পরিমাণ কমতে পারে বলে আশা অনেকের। তবে, ১৩ থেকে ১৬ তারখি উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টি।
আগামী বুধবার অর্থাৎ ১৬ জুলাই পর্যন্ত চলবে বৃষ্টি। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।
আজ শুক্রবারও হবে বৃষ্টি। আজ বিভিন্ন জেলায় হতে পারে মাঝারি ও বিক্ষিপ্ত বৃষ্টিপাত। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি
রবিবার থেকে বাড়বে বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলাতে হবে ভারী বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হলুদ সতর্কতা দারি করা হয়েছে।
অর্থাৎ বুধবার পর্যন্ত চলবে বৃষ্টি। বৃষ্টি হবে কলকাতা শহরেও। বিভিন্ন জেলায় হবে বিক্ষিপ্ত বৃষ্টি।

