গভীর জঙ্গলে বসল একাধিক ট্র্যাপ ক্যামেরা, বাঘগণনার কাজ শুরু সুন্দরবনে

বাঘগণনার কাজ শুরু হল সুন্দরবনে। ৫০ জন বনকর্মী এই ট্র্যাপ ক্যামেরা লাগানোর কাজ সম্পন্ন করলেন। বনের ভিতরে ৭৩২ টি পয়েন্টে ১৪৬৪ টি ক্যামেরা বসানো হবে। ৩৫ দিন পর ক্যামেরাগুলি খুলে নিয়ে আসা হবে।

/ Updated: Dec 01 2023, 10:04 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বাঘগণনার কাজ শুরু হল সুন্দরবনে। ৫০ জন বনকর্মী এই ট্র্যাপ ক্যামেরা লাগানোর কাজ সম্পন্ন করলেন। বনের ভিতরে ৭৩২ টি পয়েন্টে ১৪৬৪ টি ক্যামেরা বসানো হবে। ৩৫ দিন পর ক্যামেরাগুলি খুলে নিয়ে আসা হবে। ২০২২ সালে দেশ জুড়ে বাঘের সংখ্যা গণনা করা হয়েছিল। সুন্দরবনে তখন ১০১ টি বাঘ রয়েছে বলে জানা গিয়েছিল। প্রতি চার বছর অন্তর সুন্দরবনে বাঘগণনার কাজ হয়ে থাকে।