ফের সুন্দরবনে বাঘের ভয়াল থাবা! কাঁকড়া ধরতে গিয়ে মৃত্যুর মুখে যুবক! দেখুন

ফের সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে গুরুতর জখম হলেন কুলতলীর মৈপিঠ কোস্টাল থানার নগেনাবাদের বাসিন্দার শুকদেব সাফুই।

/ Updated: Dec 05 2024, 03:46 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ফের সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে গুরুতর জখম হলেন কুলতলীর মৈপিঠ কোস্টাল থানার নগেনাবাদের বাসিন্দার শুকদেব সাফুই। সূত্রের খবর গত ২৯শে নভেম্বর, শুকদেব সাফুই ও আরও কয়েকজন কাঁকড়া ধরতে যান কলোস দ্বীপের কাছে। কাঁকড়া ধরার সময়ই সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার সুকদেবের উপর ঝাঁপিয়ে পড়ে। সুকদেবের সঙ্গীরা কনমতে বাঘটিকে তাঁড়িয়ে দেয়। কিন্তু সুকদেব গুরুতর আহত হয়। তাঁকে তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করা হয়। এই মুহূর্তে তার অবস্থা অবনতি হওয়ায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।