- Home
- West Bengal
- West Bengal News
- ২৭ অগাস্ট ছাত্রদের নবান্ন অভিযানে অশান্তির ছক! পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা ঢেলে সাজাচ্ছে পুলিশ
২৭ অগাস্ট ছাত্রদের নবান্ন অভিযানে অশান্তির ছক! পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা ঢেলে সাজাচ্ছে পুলিশ
- FB
- TW
- Linkdin
২৭ অগাস্ট নবান্ন অভিযান
আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় আগামী ২৭ অগাস্ট মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে ছাত্র সমাজ।
অশান্তির আশঙ্কা
গোয়েন্দাদের আশঙ্কা এই দিন অশান্তি হতে পারে। পরিকল্পিত হামলার ঘটনাও ঘটতে পারে।
পরিস্থিতি মোকালিবায়
পরিস্থিতি মোকাবিলায় এখন থেকেই তৈরি রাজ্য পুলিশ। নবান্নে নিরাপত্তা জোরদার করা হচ্ছে।
দুর্গে পরিণত নবান্ন
অশান্তু রুখতে নবান্ন প্রায় দুর্গে পরিণত করা হবে। নিরাপত্তার ঘেরাটোপে রাখা হবে রাজ্যের মূল প্রশাসনিক ভবনকে।
প্রস্তুতি শুরু
নিরাপত্তার দায়িত্বে থাকছেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা। ইতিমধ্যে এলাকা পরিদর্শন শুরু হয়ে গিয়েছে।
নিরাপত্তার দায়িত্বে
সূত্রের খবর মঙ্গলবার নবান্ন ও এই এলাকার নিরাপত্তার দায়িত্ব থাকছে ২১ জন আইজি ও ডিজিপি পদমর্যাদার অফিসার। ১৩ জন এসপি ও ডিসি পদমর্যাদার অফিসার
নিরাপত্তা বলায়
সূত্রের খবর হাওড়া ও কলকাতা দুই দিকেই নিরাপত্তা বলয় তৈরি করা হবে। কোনও দিক থেকেই যাতে আন্দোলনকারীরা নবান্নে যেতে না পারে তার ব্যবস্থা করা হবে।
নিরাপত্তার দায়িত্বে
পরের নিরাপত্তার দায়িত্বে থাকছে ২২ জন এসপি বা ডেপুটি এসপি, ২৬ জন ইন্সপেক্টর
পুলিশ মোতায়েন
নবান্নের নিরাপত্তার জন্য ২ হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হবে। শনিবারই এলাকা পরিদর্শন করেন পুলিশের বড় কর্তারা।
গোয়েন্দা রিপোর্ট
সূত্রের খবর, ২৭ আগস্ট ছাত্র সমাজের নাম করে ডাকা নবান্ন অভিযানের দিন বড়সড় অশান্তি পাকানোর ছক করা হয়েছে। আন্দোলনের পিছনে রয়েছে বিজেপি। বামেদের একটা অংশও যোগ দিতে পারে বলেও আশঙ্কা। যদিও কোনও রাজনৈতিক দল এখনও কিছু জানায়নি। আন্দোলন থেকে অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয় তার জন্যই কড়া নিরাপত্তার ব্যবস্থা।